শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৬ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিরাপত্তা বাহিনীকে অমান্য করে একনায়ক লুকাশেঙ্কোকে সরাতে বেলারুশের রাজপথে জনসমুদ্র

লিহান লিমা: [২] প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো গত ৯ আগস্টের বিতর্কিত নির্বাচনে ৮০ শতাংশ ভোট পেয়ে ষষ্ঠবারের মতো ক্ষমতার আসার পর থেকেই রাজধানী মিনস্কে বিক্ষোভ করছেন লাখো বেলারুশিয়ান। স্থানীয় সময় রোববার বিক্ষোভে ১ লাখেরও বেশি জনতা জমায়েত হন। আল জাজিরা/ইউরো নিউজ

[৩] শহরজুড়ে সশস্ত্র নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হলেও বিক্ষোভকারীরা তোয়াক্কা করে নি। সশস্ত্র পুলিশ, নিরাপত্তা বাহিনীর ট্যাংক এবং কামানের গোলার মুখে প্রতিবাদের লাল-সাদা রঙে কেঁপে ওঠে মিনস্কের রাজপথ। নারী, শিশু, যুবক, বৃদ্ধ ও তরুণরা একযোগে স্লোগান দেন ‘লুকাশেঙ্কো দূও হও’, ‘তুমি একটা ইঁদুর।’ জল কামানের আঘাতের মধ্যেই তারা স্লোগান দেন ‘লুকাশেঙ্কো, তোমার জন্য লজ্জা।’

[৪]বেলারুশের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, এদিন প্রায় ১০০জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষার্থী ও সাংবাদিকসহ এ পর্যন্ত প্রায় ৮ হাজার ব্যক্তিকে আটক করা হয়েছে।

[৫]বিরোধী দলের গঠিত সমন্বয়ক পরিষদের প্রধান মারিয়া কোলেসনিকোভা বলেন, ‘সেনাবাহিনীর সরঞ্জাম, জলকামান, প্রোপাগান্ডা ও গ্রেপ্তার দিয়ে এই জনসমুদ্র রোখানো যাবে না। বেশিরভাগ বেলারুশিয়ান ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর চান। তারা ক্লান্ত হবেন না।’

[৬]বৈশ্বিক কনসাল্টিং ফার্মের প্রধান বিশ্লেষক ডারাহ ম্যাকডোয়েল বলেন, ‘অর্থনৈতিক খাত বিক্ষোভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেলারুশ দ্রুত অর্থশূন্য হয়ে পড়ছে। বিক্ষোভ দমাতে ইন্টারনেট শাটডাউন করার সঙ্গে সঙ্গে আইটি খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত খাতগুলোর শ্রমিকরা বিক্ষোভ করছেন। জনগণ আর লুকাশেঙ্কোকে ভয় পায় না। তিনি কর্তৃত্ব হারিয়েছেন।’

[৭] লিথুয়ানিয়ায় রাজনৈতিক আশ্রয়ে থাকা বিরোধী দলীয় নেত্রী শ্বেতলানা তিখানোভস্কায়া আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

[৮] ১৯৯৪ সাল থেকে ক্ষমতায় থাকা লুকাশেঙ্কোর ওপর রাশিয়ার সমর্থন রয়েছে। তবে বাল্টিক রাষ্ট্রগুলো লুকাশেঙ্কো ও অন্য ২৯ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করেছে। ইইউ লুকাশেঙ্কোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়