মাসুদা ভাট্টি: তাহলে পরিস্থিতি ঘোলাই হচ্ছে শেষতক, আজ ইউএনও আক্রান্ত, কাল কি অন্য কেউ? আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটায়ে তারপর কোনো নতুন দাবী? যেমনটা অতীতে হয়েছে। এমনিতেই পুলিশকে সিনহা হত্যাকাণ্ড চাপের মুখে ফেলেছে— কেউ কি খেলছে নেপথ্যে, এক বা একাধিক পক্ষ? কোনো আন্তর্জাতিক খেলায় পড়ে গেছে দেশ? ভেতরকার অরাজনীতি-কুরাজনীতি আর কুশীলবদের নতুন কোনো পরিকল্পনা? সরকার দুর্বল কি সবল সে প্রশ্ন নয়, সরকার কতোটা সক্ষম মানুষের বিবেচনা সেটাতেই। কথা নয়, কাজ দেখাতে হবে; জনগণের নিরাপত্তা রাষ্টের নিরাপত্তাই প্রথম ও প্রধান দায়িত্ব। কঠোর হওয়ার বিকল্প কিছু নেই তা দুর্নীতি দমনে হোক কি নাগরিকের নিরাপত্তা নিশ্চিতকরনে হোক। ফেসবুক থেকে