সিরাজগঞ্জ প্রতিনিধি : [২] বৃহস্পতিবার রাতে গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান (মিডিয়া অফিসার)এর নেতৃত্বে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা ধানের বাজারে জনৈক অশোক ঘোষ (৫৫)এর ধান ক্রয়ের দোকানের সামনে থেকে নকল র্স্বনের মূর্তি ক্রয় -বিক্রয়ের প্রতারক চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১২।
[৩] গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, মো. আয়নাল খান(৩৬),পিতা-মৃত শমসের আলী খান, মো:শরিফুল মোল্লা(২০), পিতা-মৃত আলাউদ্দিন মোল্লা,মোছা: নেহেরা খাতুন(৫০) স্বামী:আব্দুল মোজিদ প্রমানিক, মো :আবু হাসেম প্রমানিক(২১),পিতা মো:আলতাফ হোসেন প্রমানিক। তাদের কাছ থেকে কথিত একটি সোনালী রংয়ের ধাতব মূর্তি,ও ০৪টি মোবাইলসেট উদ্ধার করা হয়।
[৪] গ্রেপ্তারকৃত -অসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার, রায়গঞ্জ থানায় ১৮৬০ সালের দন্ডবিধি আইনের ৪০৬/৪১৭/৩৪ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়