শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টুইটারে কোহলি, গরম সইতে পারছি না, এখন কী আরাম

স্পোর্টস ডেস্ক: [২] করোনার কারণে দম বন্ধ করা সুরক্ষা বলয়, অন্যদিকে প্রচণ্ড গরমে প্রাণ ওষ্ঠাগত। আরব আমিরাতে এবারের আইপিএল কতটা চ্যালেঞ্জিং এবং কষ্টের হবে সেটা প্রথম দু’এক দিনেই টের পেয়ে গেলেন বিরাট কোহলিরা। আরব আমিরাতের নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার প্রয়াস চলছে কোহলির। তীব্র উত্তাপ থেকে বাঁচতে বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ট্যুইটার হ্যান্ডলে নিজের আইস বাথের একটি ছবি পোস্ট করেছেন কোহলি।

[৩] করোনা ভাইরাসের আবহে টুর্নামেন্ট আয়োজন করা যতটা চ্যালেঞ্জের, ঠিক ততটাই কষ্টের দুবাই, আবুধাবি ও শারজার গরম। এই তিন শহরেই হবে ত্রয়োদশ আইপিএলের সব ম্যাচ। অনুভূতিটা যে মোটেই আরামের নয়, তা হাড়েহাড়ে টের পাচ্ছেন ক্রিকেটাররা। তাই বলে অনুশীলনে কোনও রকম ঘাটতি রাখছে না টিম কোহলি। আরব আমিরাতে পৌঁছানোর পর ছ’দিনের কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে পুরোদমে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন তারা।

[৪] এবি ডি’ভিলিয়ার্সসহ দলের অধিকাংশ বিদেশি ক্রিকেটার ইতোমধ্যে আরসিবি শিবিরে যোগ দিয়েছেন। এদিন প্র্যাকটিসের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কোহলি। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন অনুশীলন শেষে নিজের আইসবাথের ছবি। মরু শহরের অতি আর্দ্রতা ও গরমে কীভাবে নিজেদের ঠাণ্ডা রাখছেন এই ছবির মাধ্যমে সেটাই বোঝাতে চেয়েছেন আরসিবি অধিনায়ক। তিনি লিখেছেন, গরম থেকে বাঁচতে ঠাণ্ডা পানিতে কিছু সময়ের জন্য শান্তি খুঁজছি।

[৫] দুবাইয়ে প্রতিদিন অনুশীলন শেষে বরফ জলে স্নান করছেন কোহলিরা। অন্য একটি ছবিতে দেখা গিয়েছে অত্যন্ত মন দিয়ে নেটে ব্যাটিং করছেন ‘ভিকে’। অপর ছবিতে দেখে গিয়েছে সতীর্থদের সঙ্গে তাকে ফুটবল খেলতে। আরসিবি অধিনায়কের পোস্ট নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনবার ফাইনালে উঠেও কখনও আইপিএল খেতাব জিততে পারেনি আরসিবি। কোহলিরা এবার সেই আক্ষেপ কাটিয়ে উঠতে মরিয়া। - টুইটার থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়