শিরোনাম
◈ ৬ মাসে ২ বিলিয়ন ডলারের বেশি ঋণ পরিশোধ করলো বাংলাদেশ ◈ আগে ঘুস ছিল ১ লাখ, এখন লাগে ১০ লাখ: আজম জে চৌধুরী ◈ পদত্যাগ করলেও মন্ত্রিপাড়ার সরকারি বাসা ছাড়েনি আসিফ ও মাহফুজ ◈ ডিম হামলা, হাতাহাতি, ভাঙচুর; ভোটের মাঠে কথার লড়াই কি সংঘাতে গড়াচ্ছে? ◈ স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো: সাদ্দাম (ভিডিও) ◈ চাঁদে আঘাত হানতে পারে বিশাল গ্রহাণু, হতে পারে ভয়াবহ উল্কাবৃষ্টি ◈ তারেক রহমানের পাশে বসা ভাইরাল ভিডিও নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদল সভাপতি ◈ বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার আশা করি: জি-২৪ ঘণ্টাকে শেখ হাসিনা ◈ রমজানে মক্কা–মদিনায় তারাবিহ হবে ১০ রাকাত, সিদ্ধান্ত সৌদি কর্তৃপক্ষের ◈ বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যু

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টুইটারে কোহলি, গরম সইতে পারছি না, এখন কী আরাম

স্পোর্টস ডেস্ক: [২] করোনার কারণে দম বন্ধ করা সুরক্ষা বলয়, অন্যদিকে প্রচণ্ড গরমে প্রাণ ওষ্ঠাগত। আরব আমিরাতে এবারের আইপিএল কতটা চ্যালেঞ্জিং এবং কষ্টের হবে সেটা প্রথম দু’এক দিনেই টের পেয়ে গেলেন বিরাট কোহলিরা। আরব আমিরাতের নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার প্রয়াস চলছে কোহলির। তীব্র উত্তাপ থেকে বাঁচতে বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ট্যুইটার হ্যান্ডলে নিজের আইস বাথের একটি ছবি পোস্ট করেছেন কোহলি।

[৩] করোনা ভাইরাসের আবহে টুর্নামেন্ট আয়োজন করা যতটা চ্যালেঞ্জের, ঠিক ততটাই কষ্টের দুবাই, আবুধাবি ও শারজার গরম। এই তিন শহরেই হবে ত্রয়োদশ আইপিএলের সব ম্যাচ। অনুভূতিটা যে মোটেই আরামের নয়, তা হাড়েহাড়ে টের পাচ্ছেন ক্রিকেটাররা। তাই বলে অনুশীলনে কোনও রকম ঘাটতি রাখছে না টিম কোহলি। আরব আমিরাতে পৌঁছানোর পর ছ’দিনের কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে পুরোদমে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন তারা।

[৪] এবি ডি’ভিলিয়ার্সসহ দলের অধিকাংশ বিদেশি ক্রিকেটার ইতোমধ্যে আরসিবি শিবিরে যোগ দিয়েছেন। এদিন প্র্যাকটিসের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কোহলি। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন অনুশীলন শেষে নিজের আইসবাথের ছবি। মরু শহরের অতি আর্দ্রতা ও গরমে কীভাবে নিজেদের ঠাণ্ডা রাখছেন এই ছবির মাধ্যমে সেটাই বোঝাতে চেয়েছেন আরসিবি অধিনায়ক। তিনি লিখেছেন, গরম থেকে বাঁচতে ঠাণ্ডা পানিতে কিছু সময়ের জন্য শান্তি খুঁজছি।

[৫] দুবাইয়ে প্রতিদিন অনুশীলন শেষে বরফ জলে স্নান করছেন কোহলিরা। অন্য একটি ছবিতে দেখা গিয়েছে অত্যন্ত মন দিয়ে নেটে ব্যাটিং করছেন ‘ভিকে’। অপর ছবিতে দেখে গিয়েছে সতীর্থদের সঙ্গে তাকে ফুটবল খেলতে। আরসিবি অধিনায়কের পোস্ট নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনবার ফাইনালে উঠেও কখনও আইপিএল খেতাব জিততে পারেনি আরসিবি। কোহলিরা এবার সেই আক্ষেপ কাটিয়ে উঠতে মরিয়া। - টুইটার থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়