মাহফুজ নান্টু: [২] পরনে পায়জামা-পাঞ্জাবী। হাতে বাজারের ব্যাগ। এ সময় র্যাব এসে চ্যালেঞ্জ করে। ব্যাগ খুলে ভেতরে পাওয়া যায় ৭৫ বোতল ফেন্সিডিল। কুমিল্লা আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এভাবেই এক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-১১।
[৩] র্যাব জানায়, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালি থানার নোয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের ব্যাগে করে ফেন্সিডিল পরিবহনকালে একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে ব্যাগ তল্লাশী করে ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মহানগরীর উত্তর চর্থার মৃত এরশাদ খাঁনের ছেলে মো. খোকন খাঁন (৩৫)।
[৪] গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
[৫] আটক আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী