আসিফ কাজল : [২] মহেশপুর সীমান্তের বড়বাড়ি গ্রাম থেকে ৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল ও জীবননগরের কালা গ্রামের মাঠ তেকে দুই কেজি গাজা উদ্ধার করেছে মহেশপুরের ৫৮ বিজিবি সদস্যরা।
[৩] ৫৮ বিজিবির সহকারি পরিচালক নজরুল ইসলাম খাঁন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে যাদবপুর বিওপির হাবিলদার মো: আব্দুর রহমানের একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়বাড়ী গ্রামের মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে।
[৪] এদিকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মাধবখালী বিওপির নায়েব সুবেদার মো: হুমায়ুন কবিরের নেতৃত্বে টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার কালা গ্রামের মাঠর থেকে মালিকবিহীন অবস্থায় দুই কেজি ভারতীয় গাজা আটক করে। তবে এ সময় বিজিবি মাদক পাচারকারীদের আটক করতে পারেনি। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে। সম্পাদনা : হ্যাপি