শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০৫:১৪ সকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের জন্য নতুন ফিচার আনছে জুম

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসের কারণে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ভিডিও কনফারেন্সিং প্লাটফর্ম জুম। অনলাইনে পাঠদান কর্মসূচির ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থী সবাই এই প্লাটফর্মের ওপর আস্থা রাখছেন। এ বিষয়টি মাথায় রেখে ক্লাসরুম ম্যানেজমেন্ট সহজ করতে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে নতুন ফিচারের ঘোষণা দিয়েছে জুম কর্তৃপক্ষ।

ভারতীয় প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাও জানায়, কয়েকদিনের মধ্যেই কয়েকটি নতুন ফিচার পাবেন জুম ব্যবহারকারীরা। বিশ্বের সব শিক্ষক ও শিক্ষার্থী এসব ফিচার বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। নতুন ফিচারগুলোর মধ্যে থাকতে পারে– গ্যালারি ভিউ কাস্টমাইজ করার সুবিধা, মাল্টি পিনিং এবং আনমিউট উইথ কনসেন্ট সুবিধা।

নতুন ফিচার কার্যকর হলে ক্লাস ম্যানেজমেন্টের সুবিধার্থে ‘ভার্চুয়াল ক্লাসরুম সিটিং অ্যারেঞ্জমেন্ট’ তৈরি করতে পারবেন শিক্ষার্থীরাই। গ্যালারি ভিউ কাস্টমাইজ ফিচারে ‘ড্র্যাগ অ্যান্ড ড্রপ’-এর মাধ্যমে অংশগ্রহণকারীদের বসানো যাবে প্রয়োজনীয় সিরিয়াল অনুযায়ী। এ সময় গ্যালারি লক হয়ে যাবে। ফলে নতুন করে কেউ প্রবেশ করলে কিংবা কথা বললে কোনও পরিবর্তন আসবে না।

মাল্টি-পিনিং ফিচারের সাহায্যে যেকোনও ব্যবহারকারী নিজের পছন্দমতো নয় জন অংশগ্রহণকারীকে পিন করে রাখতে পারবেন। যারা শ্রবন প্রতিবন্ধী বা কানে কম শোনেন তাদের জন্য এই ফিচারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে জুম কর্তৃপক্ষ। এছাড়া অন্য ফিচারগুলোর মাধ্যমেও ব্যবহারকারীরা দারুণ সব সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়