এম.ইউছুপ রেজা: [২] ভুয়া ফেইসবুক আইডি, ভূয়া জাতীয় পরিচয়পত্র, ভুয়া জন্ম সনদ তৈরী, জালিয়াতির মাধ্যমে জাল পাসপোর্ট তৈরি করে মানুষের সাথে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৭।
[৩] নগরীর পাঁচলাইশ থানার আতুরার ডিপু এলাকায় অভিযান চালিয়ে রোববার রাতে তারেক টেলিকম থেকে মোহাম্মদ ফয়সাল (২৩) নামের ঐ যুবককে গ্রেফতার করা হয়।
[৪] বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর মিডিয়া অফিসার এএসপি মাহমুদুল হাসান মামুন। তিনি বলেন, ফয়সাল তার মোবাইল ফোনে অবৈধ দেশের শীর্ষস্থানীয় ১০ জন রাজনীতিবিদের ভুয়া ফেইসবুক আইডি খোলে পরিচালনা করছে।
[৫] তার নিকট থেকে বিপুল পরিমাণ জাল পাসপোর্ট, ভূয়া জাতীয় পরিচয়পত্র, ভুয়া জন্ম সনদের সফট কপি জব্দ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ