শিরোনাম
◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ১০:৪৩ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবের পরে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে জনগণের পছন্দ সাবেক প্রতিরক্ষামন্ত্রী ঈশিবাকে

ইমরুল শাহেদ : [২] গণমাধ্যম কাইয়ুডু নিউজের মতামত জরিপে ৩৪ শতাংশ মানুষ সাবেক প্রতিরক্ষামন্ত্রী সিগেরু ঈশিবাকে সমর্থন জানিয়েছেন। ১৪ শতাংশ সমর্থন পেয়ে প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়েশিহিদি সুগা রয়েছেন দ্বিতীয় স্থানে। নিউজ১৮, টাইমস অব ইন্ডিয়া

[৩] নিক্কেই/টিভি টোকিওর জরিপে দেখা যায়, ঈশিবা পেয়েছেন ২৮ শতাংশ এবং বর্তমান প্রতিরক্ষামন্ত্রী তারো কোনো পেয়েছেন ১৫ শতাংশ সমর্থন। সুগা ১১ শতাংশ সমর্থন পেয়ে চলে গেছেন চতুর্থ স্থানে।

[৪] এই মতামত জরিপে লক্ষ্য করা যায় জনমত ও শিনজো আবে নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) রাজনীতির মধ্যে বিচ্ছিন্নতাকেই প্রতিফলিত করে।

[৫] আবের দীর্ঘদিনের সমর্থক সুগা এলডিপি মহাসচিব তোশিহিরো নিকেইয়ের নেতৃত্বাধীন জোটের সমর্থন পেতে পারেন। স্থানীয় গণমাধ্যমের ভাষায় এতে তার জন্য একটা ইতিবাচক পরিস্থিতি তৈরি করবে।

[৬] এতে ঈশিবা প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখেই পড়বেন। নিকেই ২০১৮ সালে আবের সমালোচনা করে সফল হতে পারেননি এবং দলের মধ্যে তাকে কম জনপ্রিয় বলে বিবেচনা করা হয়।

[৭] এলডিপির প্রধান নীতিনির্ধারক ফুমিও কিশিদাও একজন প্রার্থী। দুটি জরিপেই তিনি পেছনে পড়েছেন।

[৮] অসুস্থতার কারণে শিনজো আবের পদত্যাগের কথা ঘোষণা করা হয় শুক্রবার। তারপরেই দলীয় নির্বাচনের প্রয়োজনীয়তা সামনে চলে আসে। সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে।

[৯] এলডিপির প্রেসিডেন্টই সাধারণত প্রধানমন্ত্রী হয়ে থাকেন। কারণ পার্লামেন্টের নিম্নকক্ষে এই দলটিই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়