জান্নাতুল ফেরদৌসী মানু: সাংবাদিকতা কেন ছাড়ব? যে পেশার পেছনে এতোগুলো বছর ছুটে চলা! যে পেশার জন্য এতো প্রেম! যে চাকরিতে প্রতিদিন নিজের যোগ্যতার প্রমাণ দেওয়া! যে কারণে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনকে বুড়ো আঙুল দেখানো!
ছাড়তে চাই এই কারণে...
# সাংবাদিকতা বলে আদৌ কিছু আছে কি??? মনে দ্বিধা হয় তাই
# যেসব সিনিয়র সহকর্মীদের ভক্তি করতাম অন্ধের মত তাদের আসল চেহারা এতো কুৎসিত, এতো হিপোক্রেট তারা তা জানা হয়ে গেছে বলে।
# তেলবাজি আর দলবাজি পারিনা বলে!
# ছাটাই আতঙ্কে ভুগতে চাই না বলে।
সুস্থ মন মানসিকতায় শান্তির জীবন চাই! সাংবাদিকতার সুদিন ফিরুক! ভালো থাক ভালোবাসার সহকর্মীরা! ফেসবুক থেকে