ইসমাঈল ইমু : [২] রাজধানীর পুরান ঢাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার নবাবপুরে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন দুই ভাই মুন্না (১৭) ও শাহিন (১৮)। তাদের দুজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে মুন্নাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেক ভাই শাহিন চিকিৎসাধীন রয়েছেন।
[৩] এর আগে দুপুর ১টার দিকে বকশিবাজারে তিন রাস্তার মোড় এলাকায় দিনে-দুপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নয়ন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
[৪] নিহত নয়নের বন্ধু সোহান জানান, বংশাল রুপালী ব্যাংকের গলিতে মোটরসাইকেল মেরামতের একটি দোকানে কাজ করে নয়ন। মোটরসাইকেলের কিছু মালামাল ক্রয় করার জন্য সে বিডিআর সেকশন এলাকায় যাওয়ার জন্য বকশিবাজার মোড়ে এসে একটি রিকশা ডাক দেন। ওই সময় রাস্তা দিয়ে ১৫-২০ জনের যুবকের দল যাচ্ছিল। সে দলের একজন তাকে এসে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পৃথক ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।