শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ০৫:৩৮ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনবল সংকটে ভুগছে লোহাগাড়ার ট্রাফিক বিভাগ

আবদুল করিম : [২] দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বৃহত্তম ও বাণিজ্যিক উপজেলা লোহাগাড়া। উপজেলার একমাত্র ব্যস্ততম এলাকা আমিরাবাদ স্টেশন। প্রায় প্রত্যেকটি ব্যাংক-বীমার শাখা রয়েছে এখানে। রয়েছে শপিংমল ও মানবিক সেবাদানকারী হাসপাতালসহ একাধিক প্রতিষ্ঠান।লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নের জনসাধারণের দৈনন্দিন প্রয়োজনের একমাত্র গন্তব্য এই আমিরাবাদ বটতলী শহর।

[৩] চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এই স্টেশনের মধ্য দিয়ে যাওয়ায় প্রতিদিন অসংখ্য যানবাহনের চাপ রয়েছে এই মহাসড়কটিতে।সেই সাথে যোগ হয়েছে দরবেশ হাট ডিসি সড়ক,আমিরাবাদ স্কুল রোড,আলুরঘাট রোড এর মতো ৫টি ব্যস্ততম সড়ক। তীব্র জনবল সংকট হওয়ায় বাড়তি যানবাহনের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে লোহাগাড়ার ট্রাফিক বিভাগ।

[৪] দুই লেনের এই মহাসড়কটিতে ট্রাফিক নজরদারির অভাবে যত্রসত্র গাড়ি পার্কিং ও নিয়মবহির্ভূতভাবে নির্বিঘ্নে যাত্রী ওঠানামা হরহামেশায় চলছে। ফলে,প্রতিদিন কারণে-অকারণে মুহুর্তের মধ্যেই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।যানজটের মধ্যেই সংযোগ সড়ক থেকে তিন চাকার সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশা মহাসড়কে ওঠে আগুনে ঘি ঢালে।

[৫] যান চলাচল স্বাভাবিক রাখতে স্কুলরোড়,দরবেশহাট রোড়,আলুরঘাট রোড়,কাঁচা বাজার,মা ও শিশু হাসপাতাল মোড়সহ মোট ৫টি পয়েন্টে যেখানে ৬জন ট্রাফিক পুলিশ কনস্টেবল দরকার সেখানে বর্তমানে রয়েছে মাত্র দুইজন।অতিরিক্ত জনবল নিয়োগের আবেদন করা হলে এখনো পূরণ হয়নি।এখনো শূন্য আছে টিআই-এর মতো গুরুত্বপূর্ণ পদও।

[৬] টিআই(প্রশাসন),চট্টগ্রাম জেলার পরিদর্শক মোঃ আরিফুর রহমান প্রতিবেদককে বলেন, উপজেলায় চাহিদা অনুসারে জনবল বাড়ানোর চেষ্ঠা চলছে।যতদ্রুত সম্ভব ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়া হবে।

[৭] যানজট নিরসনে দ্রুত কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করার দাবী জানিয়েছেন জনসাধারণ। তাছাড়া করোনার কারণে এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। সংকট বিদ্যমান অবস্থায় শিক্ষা কার্যক্রম চালু হলে উপজেলার কয়েক লাখ জনসাধারণ ও হাসপাতালগামী রোগীর পাশাপাশি শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীকে চরম দুর্ভোগ পোহাতে হবে বলে মনে করেন লোহাগাড়ার সচেতন মহল। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়