স্পোর্টস ডেস্ক: [২] একেবারে ব্লকবাস্টার। সুখবর শুনিয়ে দিন শুরু করলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। দুই থেকে এবার তিন হচ্ছেন তাঁরা।
[৩] অন্তঃসত্ত্বা অনুষ্কার সঙ্গে বিরাট নিজের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন যে, ২০২১ সালের জানুয়ারি মাসেই তাঁদের জীবনে প্রথম সন্তান আসছে। এই একই ছবি শেয়ার করেছেন অনুষ্কাও।
[৪] ০১৩ সালে তাদের দু’জনের প্রণয়ের শুরু থেকেই সম্পর্ক, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে নানা গল্প নানা সময় শোনা গিয়েছিল। কিন্তু তাঁরা চুটিয়ে চার বছর প্রেম করার পর ২০১৭ সালের ডিসেম্বরে ইতালিতে গিয়ে বিয়ে করেন। আর বিয়ের তিন বছর পরই তাঁরা জীবনে নতুন কাউকে আনার সিদ্ধান্ত নিলেন।
[৫] বিরাটের এই বার্তা সোশ্যাল মিডিয়ায় আসার পরেই তাঁরা শুভেচ্ছায় ভেসে গিয়েছেন। এই নিয়েই মেতে আছে নেটিজেনরা।- দ্যা ইন্ডিয়ান টাইমস্