আসিফুজ্জামান পৃথিল: [২] একটি পূর্ণাঙ্গ উড়োজাহাজ, যা তৈরি করা হয়েছে একটি ফ্ল্যাটবাড়ির ছাদে নিজের পরীক্ষামূলক প্রথম উড়ান সম্পন্ন করেছে। এটি নকশাও তৈরি করেছেন ক্যাপ্টেন অমল যাদব। ৬ আসনের যাত্রীবাহী বিমান তৈরির এই প্রকল্প তিনি ১৯ বছর আগে শুরু করেন। ইন্ডিয়াটাইমস, বিবিসি।
[৩] প্রথম দফায় স্বল্পক্ষণ উড়েছে বিমানটি। এরপরের ধাপে ২০০০ ফিট উচ্চতায় উড়োজাহাজটির সক্ষমতা যাচাই করা হবে। ক্যাপ্টেন অমল নিজের সফলতা দাবি করে বলেন, একজন টেকনিশিয়ানকে সঙ্গে নিয়ে আমি নিজে এই পরীক্ষা সম্পন্ন করি। এটা ছিলো একেবারে ভারসাম্যপূর্ণ ফ্লাইট। অভিজ্ঞতা ছিলো অসাধারণ।
[৪] ২০১৭ সালেই উড়বার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলো এই উড়োজাহাজ। কিন্তু নিয়ন্ত্রক সংস্থা তখন উড্ডয়নের অনুমতি দেননি। কিন্তু এতে দমে যাননি অমল যাদব। যিনি টেনিস কোর্টের চেয়েও ছোট স্থানে জীবনের সঞ্চিত সমস্ত অর্থে এই উড়োজাহাজ বানিয়েছেন।
[৫] এই সাবেক বৈমানিক কর্তৃপক্ষকে বোঝানোর চেষ্টা অব্যাহত রাখেন। এমনকি এক ট্রেড শোতে এই উড়োজাহাজ পরিদর্শন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রকাশ্যে মোদির দেখা পাবার পর গলতে থাকে আমলাতান্ত্রিক বরফ।
[৬] সফল হলে এটি হবে ভারতের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বাণিজ্যিক উড়োজাহাজ। এটি সারাবিশ্বে রপ্তানি করতে চান যাদব। সম্পাদনা: ইকবাল খান