রাজেশ গৌড় : [২] নেত্রকোনার দুর্গাপুরে এক দুংসাহসিক চুরির ঘটনা ঘটেছে । বুধবার (২৬ আগস্ট) সকালে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি কোয়ার্টারে ডা. মেহেদী হাসান ও ডা: সৌরভের রুমে চুরির ঘটনা ঘটে।
[৩] ডা. মেহেদী বলেন, তিনি সকালে ডিউটি করার উদ্দেশ্য ঘরের দরজায় তালা দিয়ে হাসপাতালে আসেন। কিছুক্ষন পর সাথের রুমে থাকা ডা. সৌরভ মোবাইল ফোন আনার জন্য হাসপাতাল থেকে রুমে গিয়ে দেখতে পান তার ও ডা. মেহেদীর রুমের দরজা খোলা।
[৪] ডা. সৌরভ তার রুমে প্রবেশ করে দেখতে পান তার মোবাইল ফোনটি নেই সাথে সাথে তিনি ডা: মেহেদীকে খবর দেন। ডা. মেহেদী হাসান এসে তাঁর রুমের দরজার তালা খোলা দেখে ভিতরে প্রবেশ করে তাঁর ওযারডোবের ড্রয়ার খোলা পান এবং ড্রয়ারের ভিতরে রক্ষিত নগদ ২৭ হাজার টাকা’সহ আড়াই ভরি স্বর্নালংকার ও একটি ডায়মন্ডের রিং চুরি হয়ে গেছে। সিসি ক্যামেরা না থাকার কারণে এই চুরি হয়েছে ।
[৫] হাসাপাতাল কর্তৃপক্ষ দুর্গাপুর থানা পুলিশকে খবর দেন এবং পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। সম্পাদনা : হ্যাপি