রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ১৭ হাজার ৮৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭।
[৩] মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে তাদের আটক করা হয়। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাহ্মুদুল হাসান মামুন বলেন, অভিযানে আটক দুই ইয়াবা ব্যবসায়ী হলো, টাঙ্গাইল জেলার চৌধুরী মালঞ্চ ছিটকি বাড়ি এলাকার মোহাম্মদ আবদুল্লাহর ছেলে মো. মিজানুর রহমান (৩৫) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ গুলিশাখালী এলাকার সেকান্দার মুন্সির ছেলে মো. খোকন হাওলাদার (৪০)। তিনি আরও বলেন বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে তাাদের থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।