শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০৬:৪৭ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্সেলোনা ছাড়ার চূড়ান্ত নোটিশ দিলেন মেসি, ন্যু ক্যাম্পের বাইরে সমর্থকদের বিক্ষোভ

সালেহ্ বিপ্লব: [২] ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার চূড়ান্তভাবে বার্সাকে জানিয়ে দিয়েছেন, এই গ্রীস্মেই তিনি এই ক্লাব ছাড়তে চান। ইএসপিএন

[৩] স্প্যানিশ বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ফ্যাক্সের মাধ্যমে দলের অধিনায়ক মেসির ক্লাব ছাড়ার নোটিশ পেয়েছেন।

[৪] বার্সার সঙ্গে মেসির চুক্তি ছিলো ২০২১ পর্যন্ত। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় তিনি হতোদ্যম হয়ে ক্লাবটি ছাড়ার সিদ্ধান্ত নেন।

[৫] বার্সা প্রেসিডেন্ড জোসেপ মারিয়া বার্তোমেউ ক'দিন আগেই জানিয়েছিলেন, এই প্রথম দলে বড়সড় রদবদল হতে চলেছে। কোচ ছাঁটাই এবং নতুন কোচ নিয়োগ ছিল যার প্রথম ধাপ। তবে তিনি বার বার দাবি করে আসছিলেন,  মেসি বার্সেলোনাতেই থাকছেন এবং ক্লাবেই নিজের কেরিয়ার শেষ করবেন। তার সেই দাবি অবশ্য ভুল প্রমাণিত হতে চলেছে। হিন্দুস্তান টাইমস

[৬] ক্লাব কর্তাদের সঙ্গে এই মৌসুমেই ঝামেলা বাধে মেসির। গোটা মৌসুমে ক্যাপ্টেন ভালো খেললেও দল ব্যর্থ। গত ১২ বছরে এই প্রথমবার ট্রফি ঢোকেনি ক্লাবে। সব শেষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নিজের কেরিয়ারের সবথেকে খারাপ হার দেখতে হয়েছে মেসিকে।

[৭] গুঞ্জন উঠেছে, ফ্রান্সের পিএসজিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। কিন্তু তার ভক্তদের কাছে সেটি এখন গুরুত্বপূর্ণ বিষয় নয়, তাদের দাবি একটাই, বার্সা ছেড়ে যেতে পারবেন না তাদের প্রাণপ্রিয় তারকা। আরও অনেকবার মেসির বার্সা ছাড়ার গুঞ্জন উঠলেও সেটি শেষ পর্যন্ত গুজব হিসেবেই থেকে গেছে। কিন্তু এবার মেসির চূড়ান্ত নোটিশ দেয়া এবং ক্লাব সেটির প্রাপ্তি স্বীকার করায় পরিস্থিতি ভিন্ন রূপ নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়