কাপাসিয়া প্রতিনিধি : [২] গাজীপুরের কাপাসিয়ায় সোমবার রাতে জমি সংক্রান্ত বিরোধে ইদ্রিস আলী (৩০) নামে এক শ্রমিক নেতা খুন হয়েছে। নিহত ইদ্রিস টোক ইউনিয়নের শালুয়ারটেকি গ্রামের মফিজউদ্দিনের ছেলে এবং টোক ইউনিয়ন শ্রমিক লীগের সহ সভাপতি ও শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করতে গিয়ে পাশর্^বর্তী ভূইয়া বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
[৩] ইদ্রিসের স্ত্রী সুমাইয়া আক্তার জানান, গত সোমবার রাতে খাবার খেয়ে টোক বাইস মোড়ে চা খাওয়ার কথা বলে ইদ্রিস বাসা থেকে বের হয়। পরে সে দীর্ঘ রাত পর্যন্ত বাসায় না ফিরলে মোবাইল ফোনে কল দিয়ে তা বন্ধ পায়। পরে আত্মীয় স্বজন ও পরিচিত জনদের ফোন দিয়েও তার কোনো সন্ধান মিলেনি। মঙ্গলবার সকালে টোক বাইপাসের পশ্চিমপাশে রবিন ভূইয়ার বাড়ি সংলগ্ন পুকুরের পাড়ে ইদ্রিসের জামা কাপড় পড়ে থাকতে দেখে সেখানে গিয়ে ইদ্রিসের মৃতদেহ দেখতে পায়। পড়ে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে থানায় খবর দেয়। সুমাইয়া আরো জানান, রবিন ভূইয়ার ভাগিনা জাহিদের সাথে তার স্বামী ইদ্রিসের বিরোধ চলছিল। জাহিদ গত চার-পাঁচদিন আগে টোক বাইপাসে ইদ্রিসের বুকে প্রকাশ্যে অস্ত্র ধরেছিল। গত সোমবার আবারও জাহিদ তাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল বলে ইদ্রিস তাকে জানিয়েছিল। তাই জাহিদ ও তার সঙ্গীরাই ইদ্রিসকে খুন করেছে বলে তিনি দাবি করেন এবং খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তি চান।
[৪] খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জহিরুল ইসলাম ও কাপাসিয়া থানার ওসি মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পাশ^বর্তী রবিন ভূইয়ার ভাগিনা জাহিদের ঘরে তল্লাশি চালান। এ সময় তার ঘর থেকে অত্যাধুনিক একটি বিদেশী রাইফেল ও একটি পিস্তল সহ ৮ টি ম্যাগজিন, ৬২ রাউন্ড গুলি ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে।
[৫] কাপাসিয়া থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, নিহত ইদ্রিসের গলায় ও মাথায় কুপের চিহ্ন ও বুকে জখম রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে খুনিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদনা : জেরিন আহমেদ