শিরোনাম
◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা ◈ হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালের বাবা-মার স্বীকারোক্তি, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ মেক্সিকো কংগ্রেসে উত্তপ্ত বিতর্কে হাতাহাতি, চুল টানাটানির ভিডিও ভাইরাল ◈ হাদির জন্য দোয়া ও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০৯:৪৫ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কঠিন অর্থনৈতিক পরিস্থিতির জন্যে সতর্ক করলেন শি জিনপিং

রাশিদ রিয়াজ : বিদেশি বাজারের ওপর বেশি নির্ভরশীল না হওয়ার পরামর্শ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা উদ্যোক্তাদের নিরন্তর গবেষণা ও নিত্যনতুন প্রযুক্তি ব্যবহার ও বিনিয়োগের মাধ্যমে দেশের বাজারের চাহিদার দিকেই নজর দেয়ার কথা বলেছেন শি। চীনের প্রশাসনিক কর্মকর্তা ও অর্থনীতিবিদের সঙ্গে বৈঠকে মাঝারি ও দীর্ঘমেয়াদে দেশটির অর্থনীতি কোনদিকে মোড় নিতে পারে তা নিয়ে আলোচনা হয়। আলোচনায় গৃহীত পরামর্শের ভিতিতে চীনের চতুর্দশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া তৈরি হবে। যা আগামী বছর দেশটির সংসদে উপস্থাপন করা হবে। সিনহুয়া

শি বলেন আগামী কয়েক বছরে চীনের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে। কোভিডের কারণে সব দেশই নিজের অর্থনীতিকে রক্ষা করতে সচেষ্ট হয়েছে। বৈদেশিক বাণিজ্যের ওপরে বিধিনিষেধ আরোপ হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীনের প্রেসিডেন্ট বলেন, আগামী দিনে আমরা বিদেশে আরও বেশি বাধার মুখে পড়ব। আমাদের আরও ঝুঁকি নিতে হবে। নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে।

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ভারতের যে রাজনৈতিক ও অর্থনৈতিক টানাপড়েন চলছে তা সরাসরি উল্লেখ না করলেও এ প্রসঙ্গে শি বলেন, আমাদের সঙ্গে যে সব দেশে সহযোগিতা করতে চায়, তাদের সঙ্গে আমাদের যৌথভাবে কাজ করতে হবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার সঙ্গেও আমরা কাজ করব। প্রযুক্তির ক্ষেত্রে চীন বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে জানিয়ে শি বলেন দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি ও জ্ঞান অর্জন ছাড়া এধরনের অদৃশ্য পরিবর্তনকে মোকাবেলা করা সম্ভব হবে না। ফলে সুযোগ ও ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। এজন্যে আরো দক্ষ ও টেকসই উন্নয়নের তাগিদ দেন চীনের প্রেসিডেন্ট। চীনের অভ্যন্তরীণ বাজারকে ভিত্তি ধরে এর সঙ্গে আন্তর্জাতিক বাজারের সম্পর্কন্নোয়নের পরামর্শ দিয়ে বলেন এতে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের ভিত্তি আরো দৃঢ় হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়