শিরোনাম
◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির খবরে এভারকেয়ার হাসপাতালের সামনে নেতা-কর্মীদের ভিড় ◈ তারেক রহমানের জন্য 'ট্রাভেল পাসের' প্রসঙ্গ কেন, পাসপোর্টের কী হলো? ◈ উখিয়া–টেকনাফ সীমান্ত দিয়ে আবারও ২৪ রোহিঙ্গার অনুপ্রবেশ, বাড়ছে স্থানীয়দের উদ্বেগ ◈ বাংলাদেশি ব‌লে গালি দিয়ে বাংলাভাষী ভারতীয় মুসলিম তাড়ানোয় হতাশা ওড়িশায় ◈ শতভাগ ফিট না হলে নেইমার-ভিনিসুসদের বিশ্বকাপ খেলা হবে না  ◈ দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি: তারেক রহমান ◈ আগামী ৮ জুলাই শুরু হ‌বে লঙ্কা প্রিমিয়ার লিগ ◈ জুলাই অভ্যুত্থানে শহীদ–আহতদের জন্য ২,১০৬ কোটি টাকার আবাসন প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন নিয়ে শঙ্কা ◈ সি‌লে‌টে নয়, ঢাকা পর্ব দি‌য়ে শুরু হচ্ছে বিপিএল ◈ মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে বাড়ানো হলো নিরাপত্তা

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০৭:৪১ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সি আর দত্তের মৃত্যুতে কবিতা দাশগুপ্তা জানালেন, মুজিববর্ষ উপলক্ষে তার বাবার মার্চে দেশে ফেরার কথা ছিল, শেষপর্যন্ত হয়নি

দেবদুলাল মুন্না: [২] যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার মুক্তিযুদ্ধের সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (বীর উত্তম) মারা গেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন তার কন্যা কবিতা দাশগুপ্তা। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তমের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

[৩] কবিতা দাশগুপ্তা জানান,তার বয়স হয়েছিল ৯৩ বছর। ২০ আগস্ট নিজ বাসভবনের বাথরুমে হঠাৎ করে পড়ে যান। এতে পা ভেঙে যায়। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তিনি মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশে যেতে চেয়েছিলেন। কিন্তু কোভিডের কারণে যাননি। বিদেশে থাকলেও সর্বক্ষণই যেন তার মন পড়ে থাকত দেশে।

[৪] হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত সিআর দত্তের শেষ সৎকারের বিষয়ে বলেন, তাদের পরিবারের ইচ্ছা লাশটা বাংলাদেশে নিয়ে আসা। আমাদেরও ইচ্ছা, লাশটা বাংলাদেশে আসুক।তবে এখন বিমানগুলো বন্ধ। কিন্তু তার লাশ আনতে হলেও কিছুদিন লাগবে।এর মধ্যে আমরা সবার সঙ্গে কথা বলে বিষয়টা ঠিক করব।

[৫] সি আর দত্তের জন্ম ১৯২৭ সালের ১ জানুয়ারি আসামের শিলংয়ে। তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়