মনিরুল ইসলাম : [২] রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভের দ্বিতীয় তলায় স্থাপিত ফিল্ম মিউজিয়াম সেপ্টেম্বর মাসে চালু হচ্ছে। ফিল্ম মিউজিয়ামটি চালুর সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। এই মিউজিয়ামে চলচ্চিত্র ও চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন দুর্লভ জিনিস রাখা হবে বলে জানালেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামুল কবীর।
[৩] তিনি এ প্রতিবেদককে বলেন, আগামী ৩ সেপ্টেম্বর তথ্য সচিব কামরুন নাহার ফিল্ম আর্কাইভ পরিদর্শনে আসবেন। ওইদিন তিনি ফিল্ম মিউজিয়ামের প্রস্তুতি সরেজমিনে দেখে কোন পরামর্শ দিলে সে মোতাবেক তা পালন করে মিউজিয়ামটি চালু করা হবে।
[৪] তিনি জানান, এরপর সেপ্টেম্বর মাসে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সময় দিলে তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
[৫] তিনি আরও জানান, সোমবার সারাদিন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কাটিয়েছি। বিএফডিসির দুর্লভ যন্ত্রপাতিগুলো পরিদর্শন করার জন্যই ভিজিট করেছি। বিএফডিসির ক্যামেরা শাখা, চলচ্চিত্র সম্পাদনা শাখার যন্ত্রপাতি, সাদা কালো ও কালার ল্যাবের যন্ত্রপাতি, লাইট শাখা সহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ঘুরে ঘুরে দেখেছি। বিএফডিসির দুর্লভ এইসব যন্ত্রপাতিগুলো বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিউজিয়াম এর জন্য আনা হবে ।’ এ সময় তথ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিএফডিসির পরিচালক টেকনিক্যাল মোঃ আইয়ুব আলীসহ অন্যান্য কর্মকর্তা ।
[৬] এদিকে, জানা গেছে, ফিল্ম মিউজিয়ামে রাখা হবে ১৯৭৮ সালে কেনা ২টি সিনেমা প্রজেক্টর। রাজশাহীর উপহার সিনেমা হলের একটি প্রজেক্টর, ৮ মিলিমিটারের ফিল্ম রিল, ১৬ মিলিমিটার ও ৩৫ মিলিমিটারের দূর্লভ প্রজেক্টর ও ফিল্ম রিল রাখা হবে। এছাড়া প্রয়াত বরেণ্য পরিচালক আলমগীর কবরের একটি ক্যামেরাও রাখা হবে। ই আর খান ও সুলতানা জামানের দান করা বিভিন্ন সামগ্রী ফিল্ম মিউজিয়ামে স্থান পাবে।
[৭] অন্যদিকে, আর্কাইভে ৭০ মিলিমিটারের একটি ফিল্ম রিল সংগৃহীত রয়েছে। এটি দর্শণার্থীদের জন্য প্রদর্শন করা হবে।