শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ০৯:৫০ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোহলির দলকে ভারতের সর্বকালের সেরা দল বললেন গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : [২] বর্তমান কোহলির নেতৃত্বধানী ভারতের টেস্ট দলকে দেশটির ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা দল বলে উল্লেখ করেছেন গত পাঁচ দশক ধরে ভারতের ক্রিকেটকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।

[৩] ব্যালেন্স-দক্ষতা-মেজাজ সবদিক বিচার করে বিরাট কোহলি নেতৃত্বাধীন বর্তমান টেস্ট দলকে সব সময়ের দল থেকেই এগিয়ে রাখছেন এই কিংবদন্তি ক্রিকেটার।

[৪] কোহলির দলকে প্রশংসায় ভাসিয়ে লিটল মাস্টার বলেন, আমার মতে ভারসাম্য, দক্ষতা, ক্ষমতা এবং মানসিকতার দিক থেকে কোহলির নেতৃত্বাধীন টেস্ট দল ভারতের সর্বকালের সেরা দল। এর চেয়ে সেরা দল আর ভাবা যায় না।

[৫] কেন সেরা, সে যুক্তি দিয়ে গাভাস্কার বলেন, এই দলের যেকোনো মাঠে জেতার বোলিং আক্রমণ রয়েছে। তাদের কন্ডিশনের কোনো সহায়তার দরকার নেই। তারা যেকোনো মাঠে জিততে পারে। ব্যাটিংয়ের দিক থেকে আশির দশকের দলের মতো। কিন্তু তাদের বিরাটের দলটির মতো বোলার ছিল না।

[৬] গাভাস্কার আরও যোগ করেন, কোনো সন্দেহ ছাড়াই বলা যায়, বর্তমানে ভারতের এমন একটি বৈচিত্র্যময় বোলিং আক্রমণ আছে, যা খুবই জরুরি। কথায় বলে, যদি ২০ উইকেট নেওয়া না যায়, তাহলে টেস্ট ম্যাচ জেতা যায় না। নিজেদের সংগ্রহের চেয়ে এক রান কমে হলেও অস্ট্রেলিয়ার ২০ উইকেট নেওয়ার বোলিং আক্রমণ আছে আমাদের।

[৭] একই সঙ্গে রানও করতে হবে। ২০১৮ সালে ইংল্যান্ড সফরে সেটা আমরা দেখেছি। দক্ষিণ আফ্রিকায় ২০১৭ সালের সফরেও দেখেছি। আমরা প্রতিবারই ২০ উইকেট নিয়েছি কিন্তু পর্যাপ্ত রান করতে পারিনি। তবে আমার মনে হয়, এখন অস্ট্রেলিয়ানদের চেয়ে বেশি রান করার ব্যাটিং সামর্থ্য আছে আমাদের। -জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়