শিরোনাম
◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত ◈ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে 

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ০৯:৫০ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোহলির দলকে ভারতের সর্বকালের সেরা দল বললেন গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : [২] বর্তমান কোহলির নেতৃত্বধানী ভারতের টেস্ট দলকে দেশটির ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা দল বলে উল্লেখ করেছেন গত পাঁচ দশক ধরে ভারতের ক্রিকেটকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।

[৩] ব্যালেন্স-দক্ষতা-মেজাজ সবদিক বিচার করে বিরাট কোহলি নেতৃত্বাধীন বর্তমান টেস্ট দলকে সব সময়ের দল থেকেই এগিয়ে রাখছেন এই কিংবদন্তি ক্রিকেটার।

[৪] কোহলির দলকে প্রশংসায় ভাসিয়ে লিটল মাস্টার বলেন, আমার মতে ভারসাম্য, দক্ষতা, ক্ষমতা এবং মানসিকতার দিক থেকে কোহলির নেতৃত্বাধীন টেস্ট দল ভারতের সর্বকালের সেরা দল। এর চেয়ে সেরা দল আর ভাবা যায় না।

[৫] কেন সেরা, সে যুক্তি দিয়ে গাভাস্কার বলেন, এই দলের যেকোনো মাঠে জেতার বোলিং আক্রমণ রয়েছে। তাদের কন্ডিশনের কোনো সহায়তার দরকার নেই। তারা যেকোনো মাঠে জিততে পারে। ব্যাটিংয়ের দিক থেকে আশির দশকের দলের মতো। কিন্তু তাদের বিরাটের দলটির মতো বোলার ছিল না।

[৬] গাভাস্কার আরও যোগ করেন, কোনো সন্দেহ ছাড়াই বলা যায়, বর্তমানে ভারতের এমন একটি বৈচিত্র্যময় বোলিং আক্রমণ আছে, যা খুবই জরুরি। কথায় বলে, যদি ২০ উইকেট নেওয়া না যায়, তাহলে টেস্ট ম্যাচ জেতা যায় না। নিজেদের সংগ্রহের চেয়ে এক রান কমে হলেও অস্ট্রেলিয়ার ২০ উইকেট নেওয়ার বোলিং আক্রমণ আছে আমাদের।

[৭] একই সঙ্গে রানও করতে হবে। ২০১৮ সালে ইংল্যান্ড সফরে সেটা আমরা দেখেছি। দক্ষিণ আফ্রিকায় ২০১৭ সালের সফরেও দেখেছি। আমরা প্রতিবারই ২০ উইকেট নিয়েছি কিন্তু পর্যাপ্ত রান করতে পারিনি। তবে আমার মনে হয়, এখন অস্ট্রেলিয়ানদের চেয়ে বেশি রান করার ব্যাটিং সামর্থ্য আছে আমাদের। -জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়