সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৭পিস ফেন্সিডিলসহ তিন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা।
[৩] রোববার (২৩ আগষ্ট) সকালে স্পেশাল কোম্পানী র্যাব-১২, সিরাজগঞ্জ এর ”ল” অফিসার অতি: এসপি মোঃ আবুল কাশেম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
[৪] আটককৃতরা হলেন, রায়গঞ্জ উপজেলার ক্ষুদ্রদৌলতপুর গ্রামের ফজলার রহমানের ছেলে আনিছুর রহমান (২৬), মৃত গনি শেখে ছেলে এমদাদুল হক মিলন (২৬), মৃত নজির উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩১)।
[৫] প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে (২২ আগস্ট) ভোর রাতে উপজেলার ধানগড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের নিকট ৪৭ পিস ফেন্সিডিল, ৩টি মোবাইল, ৩টি সিমকার্ড ও নগদ সাড়ে ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামীদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ