রহিদুল খান : [২] র্যাব যশোরের একটি দল শুক্রবার রাতে যশোর-বেনাপোল মহাসড়কের চাঁচড়ায় অভিযান চালিয়ে একটি কার থেকে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। ওই সময় আটক করা হয় তিন চোরাচালানিকে।
[৩] র্যাবের কোম্পানি কমান্ডার এম সারোয়ার হুসাইন জানান, তার নেতৃত্বে রাত সোয়া দশটার দিকে অভিযান চালিয়ে এই সাফল্য পাওয়া যায়।
[৪] অভিযানকালে আটক ব্যক্তিরা হলেন, শার্শা উপজেলার শামলাগাছি গ্রামের মো. শামসুর রহমানের ছেলে রুবেল (২৭), যাদবপুর গ্রামের মনিরের ছেলে মহসিন (২৪) এবং উত্তর বুরুজবাগানের মৃত নুরুল ইসলামের ছেলে মো. আলী হোসেন (৩৫)।
[৫] ধরা পড়া তিন যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হচ্ছে বলে র্যাব জানায়। সম্পাদনা: সাদেক আলী