শিরোনাম
◈ যুদ্ধবিরতির মধ্যেই গাজায় আইডিএফের হামলায় নিহত ২৮, আহত কমপক্ষে ৭৭ ◈ আন্তর্জাতিক বাহিনী আসছে গাজায়, নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে হামাস ◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ০৭:৫৪ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাচোলে উপজেলা আ.লীগের ২১আগষ্ট গ্রেনেড হামলা দিবস পালিত

জোহরুল ইসলাম : [২] চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্বোরোচিত ২১আগষ্ট গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত আসামিদের রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

[৩] এ উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, দোয়া খায়ের ও পরে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল অহাবের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।

[৪] এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কসবা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমান,নেজাম পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আল শহিদ জুয়েল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, উপজেলা যুুুবলীগের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ বাবু সহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

[৬] আলোচনাসভায় বক্তারা ২১ আগষ্ট গ্রেনেড হামলার রায় দ্রুত কার্যকর করে আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়