শিরোনাম
◈ আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে  ◈ স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক ◈ কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ নোয়াখালীর বাস টার্মিনালে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন ◈ ভোরে কেরানীগঞ্জে ১২ তলা ভবনে ভয়াবহ আগুন ◈ হাদির ওপর হামলার পর বিএনপি, জামায়াত ও এনসিপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা ◈ উদ্বোধনের আগেই ভাঙতে হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সিলিং ◈ কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে : সেনাপ্রধান ◈ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, দ্রুত গ্রেপ্তারের ইঙ্গিত ডিএমপি কমিশনারের ◈ এভারকেয়ারে হাদিকে দেখতে তিন উপদেষ্টা

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ০১:৫৪ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাপিয়ার মতো অপকর্মকারীরা যেন দলে প্রবেশ করতে না পারে: ওবায়দুল কাদের

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, যে কোনো অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনার অবস্থান অত্যন্ত কঠোর এবং স্পষ্ট। দলের নাম ভাঙিয়ে কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রশ্রয় দেওয়া যাবে না কোনো ধরনের সংগঠনবিরোধী কর্মকাণ্ড। দুই-এক জনের অপকর্মের জন্য সংগঠনের অনেক অর্জন ম্লান হতে পারে।

[৩] তিনি বলেন, বিএনপি মহাসচিব দেশের স্বাস্থ্যখাত আর রাজনীতিতে নাকি শুধু দুর্যোগ দেখতে পাচ্ছেন। আসলে দুর্যোগ তাদের মানসিকতায়। বিএনপির রাজনীতিতে পারস্পরিক অবিশ্বাস আর হতাশার দুর্যোগ চলছে। আন্দোলনে, নির্বাচনে ব্যর্থ হয়ে তারা আছে গভীর হতাশায়। মিডিয়ায় চিরাচরিত মিথ্যাচারই এখন তাদের একমাত্র কাজ। তারা দিনের আলোতে আঁধার দেখে, পূর্ণিমায় দেখে আমাবস্যার অমানিশা। অন্ধের হাতি দেখার মতো বিএনপি চারদিকে দুর্যোগ দেখতে পাচ্ছে।

[৪] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দলের দু:সময়ে রক্তচক্ষু উপেক্ষা করে যুব মহিলা লীগের কর্মীরা লড়াকু ভূমিকা পালন করেছে। এক-এগারো পরবর্তী সময়ে নেত্রীর মুক্তির জন্য ২৫ লাখ স্বাক্ষর সংগ্রহ অভিযানে যুব মহিলা লীগের অবদান ছিল সবচেয়ে বেশি।

[৫] বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে যুব মহিলা লীগ আয়োজিত এক আলোচনায় সভায় ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়