শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৩:৩৪ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফুটবল ফেডারেশনের নির্বাচনের তফসিল ঘোষণা ৩ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক : [২] আগামী ৩ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তফসিল ঘোষণা করা হবে। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন বুধবার এক ভিডিও কনফারেন্সে এ কথা জানান।

[৩] তিনি বলেন, ৩ সেপ্টেম্বর আমরা আবার বৈঠকে বসব এবং ওই দিনেই আমরা নির্বাচনী তফসিল ঘোষণা করব। আমাদের লক্ষ্য হচ্ছে নির্বাচনের অন্তত ১৫ দিন আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা। যাতে বাফুফে তাদের ওয়েবসাইটে ওই তালিকা প্রকাশ করতে পারে। একই সঙ্গে নোটিশ বোর্ডেও টানানো হবে ভোটার তালিকা।

[৪] মেজবাহ আরো বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে ফুটবল ফেডারেশনের নির্বাচন। যেটি নিয়ে সবার মধ্যে বিরাজ করছে ব্যাপক উত্তেজনা।

[৫] গত ১১ আগস্ট বাফুফের নির্বাহী কমিটি ৩ অক্টোবর নির্বাচনী কংগ্রেস আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ওই তারিখে বাফুফের নির্বাচন আয়োজনেরও সম্মতি দিয়েছে ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

[৬] গত ৩০ এপ্রিল শেষ হয়ে গেছে বর্তমান কমিটির মেয়াদ। এর আগেই ২০ এপ্রিল নির্বাচনের তারিখ নির্ধারণ করেছিল বাফুফে। কিন্তু করোনা মাহামারীর কারণে ফিফা ও এএফসির অনুমোদন নিয়ে নির্বাচনটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

[৭] এতে বলা হয় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত বর্তমান কমিটিকে কার্যক্রম চালানোর ক্ষমতা দেয়া হয়েছে এবং কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে নির্বাচনের আয়োজন করতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়