শিরোনাম
◈ লটারিতে সাজা‌নো মাঠ প্রশাসন দি‌য়ে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব?  ◈ ২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান ◈ দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজের বিকল্প কে এই কলিম সানা? ◈ সংস্কার প্রশ্নে জামায়াত-এনসিপি একমত, নির্বাচনী সমঝোতার ব্যাখ্যা দিলেন আখতার হোসেন ◈ জামায়াতের সঙ্গে সমঝোতা করলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন ◈ আজ শপথ নেবেন দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ◈ আরপিও সংশোধনের ধাক্কা: বিএনপিতে যোগ দিতে বিলুপ্ত হচ্ছে ছোট দল? ◈ দেশজুড়ে শীতের দাপট বাড়বে, আসছে শৈত্যপ্রবাহ ‘কনকন’ ◈ হাদি হত্যা মামলার চার্জশিট জানুয়ারির ৭ তারিখের মধ্যে : আইজিপি ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার হবে: শাহবাগে উপদেষ্টা রিজওয়ানা (ভিডিও)

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ১১:৫০ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্যালেস্টাইনের স্বাধীনতা ছাড়া ইজরায়েলকে মানব না: ইমরান খান

ডেস্ক রিপোর্ট : ইজরায়েল যতই কূটনৈতিক সমঝোতা করুক সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে তবুও এই দেশকে মেনে নেবে না পাকিস্তান। বিশ্বজোড়া আলোড়ন ফেলে দেওয়া চুক্তির প্রতিক্রিয়ায় এমনই জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

ইসলামাবাদে তিনি বলেন, আগে ইজরায়েলের তরফে প্যালেস্টাইনের স্বাধীনতা স্বীকার করা হোক। তারপর পাকিস্তান সরকার ইজরায়েলকে মান্যতা দেবে।

গত সপ্তাহে ইজরায়েল এবং সংযুক্ত আরব আমিরশাহী ঐতিহাসিক চুক্তিতে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক তৈরি করে। যা আরব ও ইহুদি যুযুধান দুই জাতির মধ্যে নজিরবিহিন ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।

এদিকে ‘শত্রু’ হিসেবে আরব জাতিকে চিহ্নিত করলেও কী করে আমিরশাহীর সঙ্গে চুক্তি করল ইজরায়েল তা নিয়ে চলছে আলোড়ন। তবে এই চুক্তিকে তেমন গুরুত্ব দিতে চাননি প্যালেস্টাইন অঞ্চলের প্রেসিডেন্ট মামমুদ আব্বাস। তিনি বলেন, কোনও আরব কোনওদিনও ইজরায়েল কে মেনে নেবেন না।

ঐতিহাসিক কারণ থেকে আরব ভূমিতে অ-আরব জাতি হিসেবে ইহুদিদের জন্য বরাদ্দ করা জমি ইজরায়েল ঘিরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বারবার আলোড়িত ও রক্তাক্ত হয়েছে এই এলাকা। প্যালেস্টাইকে স্বীকার করেনা ইজরায়েল।

পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানান, প্রথম দিন থেকেই আমাদের অবস্থান পরিষ্কার। কায়েদ ও আজম মহম্মদ আলি জিন্না বলেছেন, ফিলিস্তিনি জনগণ যতক্ষণ পর্যন্ত অধিকার ও রাষ্ট্র না পাচ্ছে, ততক্ষণ ইজরায়েল কে রাষ্ট্র হিসেবে মেনে নেবে না পাকিস্তান।

পাক প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের ভূমিকা হলো মুসলিম বিশ্বকে একত্রিত করা। এটি চ্যালেঞ্জিং কাজ। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো।
সূত্র- কলকাতা২৪*৭

  • সর্বশেষ
  • জনপ্রিয়