শিরোনাম
◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি! ◈ এবার নিজের নামে ভুয়া মাহফিলের প্রচারণায় ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারী ◈ গুম মামলার শুনানিতে তাজুল–পান্না বাগবিতণ্ডা, ট্রাইব্যুনালের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ ◈ ইন্ডিগোর কর্মী সংকটে তিন দিনে ৩০০টির বেশি ফ্লাইট বাতিল, দুর্ভোগে হাজারো যাত্রী ◈ প্রতিযোগীদের আগ্রাসী বাজার দখল, বাংলাদেশের রফতানিতে চাপ বাড়ছে ◈ সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির সাফ বার্তা: সময়মতো নির্বাচন চাই ◈ ভোক্তা অধিদপ্তরে কী কী ক্ষেত্রে অভিযোগ করতে পারবেন, কীভাবে করবেন ◈ বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস ◈ হঠাৎ গাড়ি থামিয়ে ‘গুলি কর’ বলতে থাকে তিন ব্যক্তি: রাজস্ব কর্মকর্তার ভাষ্য ◈ ডিএমপি’র ৫০ থানার ওসি পদে রদবদল

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ১১:০৪ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ২০ কোটি টাকা বরাদ্দ

শরীফ শাওন: [২] মৌলিক ও প্রায়োগিক গবেষণার জন্য এ অর্থ বরাদ্দ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের মনুমেন্ট নির্মাণে আরও ১৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়টির শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার।

[৩] মঙ্গলবার এক অনলাইন সভায় এ বিশেষ বরাদ্দ পেয়ে কৃতজ্ঞতা জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য আখতারুজ্জামান। সভা শেষে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের লিখিত, ব্যবহারিক ও অন্যান্য পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতিতে মৌখিত পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। সভায় নীতিমালা অনুযায়ী অনলাইন মাধ্যমে চূড়ান্ত মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

[৪] বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাদানকল্প মেডিকেল কলেজ এবং স্নাতকোত্তর চিকিৎসাবিজ্ঞান ও গবেষণা অনুষদের শিক্ষার্থীদের পরীক্ষা সম্পন্ন করতে দ্রুত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট ডিনদের অনুরোধ করা হয়েছে। এছাড়া, বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষায় দ্রুত কৌশলপত্র প্রণয়নের অনুরোধ করা হয়।

[৫] কোন পরীক্ষার্থী যেন পরীক্ষা সুবিধা থেকে বঞ্চিত না হন, বিষয়টি নিশ্চিত করতে ডিন ও পরিচালকদের সমন্বয় করতে বলা হয়। শিক্ষার্থীদের অসমাপ্ত লিখিত ও ব্যবহারিক পরীক্ষা নেওয়ার বিষয়ে বিভাগ-ইনস্টিটিউট ও অনুষদভিত্তিক সমীক্ষা প্রতিবেদন তৈরি করতে বলা হয়। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়