ডেস্ক রিপোর্ট : মাস্ক না পরায় দিনাজপুর, টাঙ্গাইলের নাগরপুর ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ১৪৫ জনকে জরিমনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিনিধিদের পাঠানো খবর নাগরপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাস্ক না পরায় ১৯ জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সকাল থেকে সদর বাজারের বটতলা, বাসট্যান্ড, রিকশাস্ট্যান্ড, তালতলা, সোনালী ব্যাংক রোড এলাকায় ১৯ পথচারী ও দোকানিকে ৩ হাজার ২শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। এ বিষয়ে সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, করোনার সংক্রমণ রোধে মাস্ক পরার বিষয়ে সরকারি একটি নির্দেশনা রয়েছে। কিন্তু নাগরপুর উপজেলার বেশিরভাগ মানুষ সেটা নিয়ে অবহেলা করছেন। এতে করে নাগরপুরে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনার হাত থেকে নাগরপুরকে রক্ষা করতে মাস্ক ব্যবহারের বিকল্প নেই। এই মহামারীতে শহর ও গ্রামের মানুষ মাস্ক ছাড়া বেখেয়ালি হয়ে ঘুরে বেড়াচ্ছে। নেই ভয়ভীতি ও স্বাস্থ্য সচেতনতা। এ জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
এদিকে কেন্দুয়ায় মাস্ক না পরার কারণে সাতজনকে অর্থদ- দেন ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার বিকাল হতে সন্ধ্যার পর পর্যন্ত কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনউদ্দিন খন্দকার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খবিরুল আহসান পৃথক অভিযান চালিয়ে চিরাং মোড়, বাসস্ট্যান্ড ও সাজিউড়া মোড়ে মাস্ক না পরা ৭ জনের কাছ থেকে ৩ হাজার ১শ টাকা জরিমানা আদায় করেন।
এদিকে মাস্ক ব্যবহার না করায় দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালত ১১৯ জনকে বিভিন্ন মেয়াদে অর্থদ- প্রদান করেন। গতকাল সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবারক হোসেনের নেতৃত্বে ৩টি দল শহরের বিভিন্ন এলাকায় মাস্কবিহীন জনসাধারণকে আটক করে তাদের সতর্ক করতে মাস্ক দিয়ে বিভিন্ন মেয়াদে জরিমানা করেন।বিডি নিউজ