ওয়ালি উল্লাহ সিরাজ : [২] লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলোকে নিয়ে গঠিত অর্থনৈকি কমিশন এই শঙ্কা প্রকাশ করেছেন। তবে শনিবার আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বলেছেন, কোভিড মহামারির অর্থনৈতিক মন্দা কাটি ওঠার চেষ্টা করছে তার দেশ। সিনহুয়া
[৩] তিনি আরো বলেছেন, মার্চে যখন সাড়া বিশ্বে কোভিড ছড়িয়ে পড়ে সেই সময়ের চেয়ে বর্তমান আর্জেন্টিনার অবস্থা ভালো। আর্জেন্টিনায় যখন প্রথম লকডাউন দেয়া হয় সেই সময়ের পরিস্থিতি ছিলো খুবই কঠিন। কিন্তু এখন অর্থনৈতিক পরিস্থিতি আস্তে আস্তে ভালোর দিকে আগ্রসর হচ্ছে। প্রেসিডেন্ট আরো জানান, সরকারের এখন একমাত্র উদ্দেশ্য, অর্থনীতির চাকা সচল করা।এজন্যে একটি আর্থ-সামাজিক কাউন্সিল গঠন করা হবে। সম্পাদনা : রাশিদ