শিরোনাম
◈ একের পর হামলা-হত্যাকাণ্ড, আস‌ছে ছাত্রদের বি‌ক্ষোভ,  ‌বেসামাল দেশ, প্রশাসন নির্লিপ্ত কেন?  ◈ দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র পেছনে ফেলে নির্বাচনের পথে বিএনপি ◈ স্প‌্যা‌নিশ লা লিগায় বার্সেলোনার টানা সপ্তম জয় ◈ ইউ‌রো‌পীয় ইউ‌নিয়ন বাংলাদেশের ফুটবল উন্নয়নে পা‌শে থাক‌তে আগ্রহী ◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও)

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ১২:২১ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের অর্থনীতি সঠিক পথেই এগুচ্ছে : ইমরান খান

ইমরুল শাহেদ : [২] দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, মাঝের দুটি বছর পাকিস্তান কঠিন সময় পার করেছে। তিনি শুক্রবার বলেছেন, ‘আমি বিদ্যুৎ সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলাম, যাতে আমাদের শিল্প কলকারখানা পুরোপুরি সচল হয় এবং ভারত ও বাংলাদেশের মতো দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।’ টাইমস অব ইন্ডিয়া

[৩] শুক্রবার স্বাধীনতা দিবস উপলক্ষে এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, অর্থনীতির ওপর ব্যবসায়ীদের আস্থা ফিরে আসছে। তিনি বলেন, ‘বিগত দু’বছরের কঠিন সময়টাতে আমাদের কোনো বৈদেশিক মুদ্রা ছিল না। ঋণ পরিশোধ করতে পারিনি। আমরা বড় বড় সংকট কাটিয়ে উঠতে পেরেছি। কারণ আমরা সেরকমভাবে অভাবে ছিলাম না। আমি জানি এটা জনগণের জন্য সহজ বিষয় নয়।’

[৪] তিনি বলেন, স্টক মার্কেটের উত্থান এবং কর সংগ্রহের পরিমাণ বাড়া থেকে সহজেই অনুমেয় যে পরিস্থিতির উন্নতি হচ্ছে। তিনি বলেন, ‘এই মহামারীর মধ্যেই আমাদের কর সংগ্রহের পরিমাণ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।’ তিনি উল্লেখ করেন, যেখানে মহামারী সংকট বিশ্বের অর্থনীতিকে প্রায় ডুবিয়ে দিয়েছে, সেখানে দেশটির রপ্তানি বেড়েছে।

[৫] পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তার সরকার আবাসন খাতে বড় ধরনের প্রণোদনা প্যাকেজ দিয়েছে। এতে সমপর্যায়ের অতিরিক্ত ৪০টি শিল্প খাত উজ্জীবিত হবে। তার মতে, পাকিস্তান অত্যন্ত দক্ষতার সঙ্গে কোভিড-১৯ মোকাবিলা করেছে। এতে অর্থনৈতিক কার্যক্রম আরো বাড়বে। তবে এর মানে এই নয় যে, করোনাযুদ্ধে পাকিস্তান জয়ী হয়েছে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়