শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ১২:২১ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের অর্থনীতি সঠিক পথেই এগুচ্ছে : ইমরান খান

ইমরুল শাহেদ : [২] দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, মাঝের দুটি বছর পাকিস্তান কঠিন সময় পার করেছে। তিনি শুক্রবার বলেছেন, ‘আমি বিদ্যুৎ সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলাম, যাতে আমাদের শিল্প কলকারখানা পুরোপুরি সচল হয় এবং ভারত ও বাংলাদেশের মতো দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।’ টাইমস অব ইন্ডিয়া

[৩] শুক্রবার স্বাধীনতা দিবস উপলক্ষে এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, অর্থনীতির ওপর ব্যবসায়ীদের আস্থা ফিরে আসছে। তিনি বলেন, ‘বিগত দু’বছরের কঠিন সময়টাতে আমাদের কোনো বৈদেশিক মুদ্রা ছিল না। ঋণ পরিশোধ করতে পারিনি। আমরা বড় বড় সংকট কাটিয়ে উঠতে পেরেছি। কারণ আমরা সেরকমভাবে অভাবে ছিলাম না। আমি জানি এটা জনগণের জন্য সহজ বিষয় নয়।’

[৪] তিনি বলেন, স্টক মার্কেটের উত্থান এবং কর সংগ্রহের পরিমাণ বাড়া থেকে সহজেই অনুমেয় যে পরিস্থিতির উন্নতি হচ্ছে। তিনি বলেন, ‘এই মহামারীর মধ্যেই আমাদের কর সংগ্রহের পরিমাণ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।’ তিনি উল্লেখ করেন, যেখানে মহামারী সংকট বিশ্বের অর্থনীতিকে প্রায় ডুবিয়ে দিয়েছে, সেখানে দেশটির রপ্তানি বেড়েছে।

[৫] পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তার সরকার আবাসন খাতে বড় ধরনের প্রণোদনা প্যাকেজ দিয়েছে। এতে সমপর্যায়ের অতিরিক্ত ৪০টি শিল্প খাত উজ্জীবিত হবে। তার মতে, পাকিস্তান অত্যন্ত দক্ষতার সঙ্গে কোভিড-১৯ মোকাবিলা করেছে। এতে অর্থনৈতিক কার্যক্রম আরো বাড়বে। তবে এর মানে এই নয় যে, করোনাযুদ্ধে পাকিস্তান জয়ী হয়েছে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়