শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ০৮:৫১ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুন্সীগঞ্জে খতনার অনুষ্ঠানে গিয়ে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

মিনহাজুল আবেদীন : [২] শুক্রবার বিকেলে ইউনিয়নের বড় গুহেরকান্দি এলাকার একটি পুকুরে নৌকায় করে ঘুড়তে নামে ৬-৭ জন শিশু। এ সময় নৌকা উল্টে ডুবে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে।

[৩] মৃত ৩ শিশু হলো- সদর উপজেলার চর-কেওয়ার ইউনিয়নের বড় গুহেরকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আরাফাত হোসেন (৭), মুন্সীগঞ্জ সদরের পশ্চিম দেওভোগ গ্রামের আজিমের মেয়ে হাবসা মনি (৮) ও ঢাকার সায়েদাবাদ এলাকার তৈয়ব আলীর মেয়ে তন্দ্রা (১৩)।

[৪] মৃত আরাফাতের চাচা আনোয়ার হোসেন বলেন, দুইদিন আগে আরাফাতের সুন্নতে খতনার অনুষ্ঠানে এসেছিল সবাই। স্থানীয় একটি পুকুরে নৌকা দিয়ে ৬-৭ জন শিশু ঘুরছিল। একপর্যায়ে নৌকা উল্টে ডুবে যায়। এ সময় বাকিদের উদ্ধার করা গেলেও তিন শিশু নিখোঁজ হয়। প্রায় ৩০ মিনিট খোঁজাখুঁজির পর তাদেরকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৫] মুন্সীগঞ্জ সদর থানার ওসি আনিসুর রহমান জানান, আরাফাতের সুন্নতে খতনার অনুষ্ঠানে বেড়াতে আসে অন্যরা। নৌকা ডুবিতে ৫-৬ জনের মধ্যে তিন শিশুরা মারা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়