শিরোনাম
◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০৫:১৯ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক : [২] প্রথম জন লা লিগায় এবারও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। অপরজন জার্মান বুন্দেসলিগায় সবচেয়ে বেশি গোল করেছেন। যদিও দুই তারকার ক্লাবের ছবিটা সম্পূর্ণ আলাদা। আজ

[৩] ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে শুক্রবার রাতে বার্সার লিওনেল মেসি ও বায়ার্ন মিউনিখের রবার্ট লেয়ানডস্কি দ্বৈরথ। বাংলাদেশ সময় রাত ১টায় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ।

[৪] বার্সেলোনা লা লিগায় ব্যর্থ। ম্যানেজার কিকে সেতিয়েনের সঙ্গে ফুটবলারদের বিবাদের জেরে রীতিমতো অস্বস্তিকর আবহ ক্লাবের অন্দরমহলে। বায়ার্ন শিবিরের পরিবেশ ঠিক এর উল্টো। টানা আট বার বুন্দেসলিগা জয়ের অনন্য নজির গড়েছে। ম্যানেজার হান্স ফ্লিকের সঙ্গে ফুটবলারদের সম্পর্ক বন্ধুর মতো। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দুই পর্বেই চেলসিকে কার্যত উড়িয়ে দিয়েছেন লেয়ানডস্কিরা। কিংবদন্তি জার্মান তারকা লোথার ম্যাথাউস তো বলেই দিয়েছেন, বার্সেলোনার পক্ষে বায়ার্নকে হারানো সম্ভব নয়। শুধু তাই নয়। লেয়ানডস্কিকে তিনি এগিয়ে রেখেছেন মেসির চেয়ে।

[৫] বৃহস্পতিবার লিসবনে পৌঁছেই ম্যাথাউসকে জবাব দিলেন বার্সা ম্যানেজার। সংবাদ সম্মেলনে সেতিয়েন বলেছেন, ‘লেয়ানডস্কি দুর্দান্ত। কিন্তু কখনওই মেসির মানের নয়।’তিনি যোগ করেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ ছন্দে রয়েছে লেয়ানডস্কি। গোল করছে এবং করাচ্ছে। লিও কী করতে পারে তা আমরা সকলেই নাপোলির বিরুদ্ধে ম্যাচে দেখেছি।

[৬] ইউরোপের ক্লাব ফুটবলে এখনও পর্যন্ত দুদল মুখোমুখি হয়েছে ১০ বার। বায়ার্ন জিতেছে ছয়বার। বার্সা জিতেছে মাত্র দুবার। ড্র হয়েছিল দুটি ম্যাচে। এই কারণেই ফুটবল বিশেষজ্ঞদের একাংশ বায়ার্নকেই এগিয়ে রাখছেন। সেতিয়েন বলছেন, ‘বায়ার্ন কী রকম দল তা আমাদের অজানা নয়। তবে আমরাও এই ম্যাচটার জন্য অপেক্ষা করে আছি। গোল ডটকম/ ঢাকাটাইমস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়