স্পোর্টস ডেস্ক: [২] এক সময় পাকিস্তানের স্পিডস্টার শোয়েব আখতার নিয়মিতই গতির ঝড় তুলতেন ২২ গজে। আর বর্তমান সময়ে রাউয়ালপিণ্ডি এক্সপ্রেসের সেই গতির ঝড় তোলার দায়িত্ব বর্তেছে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের কাঁধে। যা বেশ নিষ্ঠার সঙ্গেই পালন করে যাচ্ছেন স্টার্ক।
[৩] তবে এখনও শোয়েবের ১০০ মাইলের রেকর্ড স্পর্শ করা হয়নি স্টার্কের। তবে এবার সেই শত মাইল গতির খোঁজেই নেমেছেন তিনি। নতুন লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যেতে চান এই অজি পেসার।
[৪] জিমে বাড়তি সময় ঘাম ঝরানোর পাশাপাশি নিজের বোলিং অ্যাকশন নিয়েও কাজ করেছেন পুরোদমে। সবমিলিয়ে গতির ঝড় তুলতে আবারও নিজেকে প্রস্তুত করেছেন এই বাঁ-হাতি পেসার।
[৫] নিজের লক্ষ্য এবার ঠিক করেছেন শোয়েব আখতারের গড়া ১০০ মাইল গতিতে বল করাতে। ১০০ ছুঁতে না পারলেও এর আগে দুইবার তিনি ছুঁয়েছেন ৯৯ মাইল গতিতে বল করার রেকর্ড।
[৬] কিন্তু স্বপ্নের শত মাইল প্রতি ঘণ্টা আর ছোঁয়া হয়ে ওঠেনি। এ ব্যাপারে স্টার্ক বলেন, 'এর আগে দু'বার ঘণ্টায় ১৬০ কিলোমিটারের (৯৯ মাইল) আশপাশে ছিলাম। তবে তাতে সন্তুষ্ট নন তিনি। তাই তো এই মহামারিকালে নিজের বোলিং অ্যাকশান নিয়েও কাজ করেছেন ৩০ বছর বয়সী এই পেসার।
[৭] ক্রিকেট বিশ্বে এখন পর্যন্ত সর্বোচ্চ গতিতে বোলিং করা পেসারের তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের শোয়েব আখতার। ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ১৬১.৩ কিলোমিটার (১০০.২২ মাইল) গতিতে বোলিং করে রেকর্ডবুকে নাম লেখান তিনি।-দ্যা গ্যারালি