শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ০২:৪৮ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝগড়া হলে কে আগে ক্ষমা চান? দাম্পত্য জীবনের নানা গোপন কথা জানালেন বিরুস্কা

এল আর বাদল : [২] কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে। বিয়ের প্রথম দিন থেকেই নির্দ্বিধায় এ কথা স্বীকার করে নিয়েছেন বিরাট কোহলি। বারবার বলেছেন, আনুষ্কার জন্যই তিনি আজ আরও ভাল মানুষ উঠতে পেরেছেন। নিজের জীবনের সমস্ত ভাল দিকের জন্য বেটারহাফকেই কৃতিত্ব দিয়ে থাকেন ভারত অধিনায়ক। আর এবার তিনি স্বীকার করে নিলেন ঝগড়া হলেও পরিস্থিতি সামাল দেন স্ত্রী-ই।

[৩] লকডাউনে বন্ধ ছিল কাজ। ক্রিকেট থেকে শুটিং সবই বন্ধ। তাই দীর্ঘদিন পর টানা অনেকটা সময় একসঙ্গে কাটানোর সুযোগ পেয়েছেন বিরুষ্কা। নাহলে যে যার পেশায় চূড়ান্ত ব্যস্ত থাকেন। কখনও বিদেশ সফরে চলে যান বিরাট তো কখনও শুটিংয়ের জন্য ভিনদেশে পাড়ি দেন আনুষ্কা। আপাতত সেসব না থাকায় একে অপরকে ভালই সময় দিতে পারছেন। আর সেলিব্রেটি দম্পতির সংসারের অন্দরের খুঁটিনাটি ভক্তরা জানতে পারছেন সোশ্যাল মিডিয়ায় চোখ রেখে।

[৪] এদিকে আনুষ্কা যাচাই করলেন বিরাটের হিন্দি ছবির জ্ঞান কতখানি। আর বিরাট জানতে চাইলেন বাইশ গজ সম্পর্কে স্ত্রীর ধারণা। বিরাটকে খানিকটা অবাক করেই অনায়াসে ক্যুইজ রাউন্ড জিতে নেন আনুষ্কা। বলা যেতে পারে, ক্রিকেটার স্বামীর মুখ উজ্জ্বল করলেন তিনি।

[৫] তার পরের রাউন্ডে পরস্পরের পছন্দ-অপছন্দ, ভাল লাগা মন্দ লাগার কথা শেয়ার করেন। সেখানে অবশ্য সেয়ানে-সেয়ানে টক্কর হয়। আর শেষ রাউন্ডে একে অন্যের বিষয়ে কী মত তাদের, সেই অগ্নিপরীক্ষা হয়। আর তখনই এক কথায় বিরাট মেনে নেন ঝগড়া হলে আগে ‘সরি’ বলে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা আনুষ্কাই করেন। সঙ্গে তিনি এও মনে করেন, তার চেয়ে বেশি দুনিয়াকে বদলে ফেলার ক্ষমতা ও দক্ষতা রয়েছে আনুষ্কারই। সবমিলিয়ে করোনা আবহে পরস্পরকে আরও গভীরভাবে চিনছেন বিরুষ্কা। - সংবাদপ্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়