স্পোর্টস ডেস্ক: [২] করোনার কারণে এবার বিশ্বকাপ পিছিয়ে গেছে। ২০২১ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর অনুষ্ঠিত হবে। তবে চলতি বছরে বিশ্বকাপ খেলে অবসরে যাওয়ার চিন্তাভাবনায় থাকা অনেক ক্রিকেটাররাই এখন শঙ্কিত। এই যেমন ৩৭ বছর বয়সের নিউজিল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান রস টেলর।
[৩] এই বিষয়ে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে টেলর বলেন, “আরেকটি বিশ্বকাপ খেলতে পারব কি না নিশ্চিত নই। আপনার বয়স যখন বাড়বে তখন আপনার কাজ করার ক্ষমতা কিছুটা হলেও কমে আসবে। আপনার অভিজ্ঞতা তখন একমাত্র সম্পদ এবং ওই সময়টায় আপনার মানসিকতা ঠিক রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
[৪] এছাড়া করোনাকালে ঘরবন্দী অবস্থায় থেকে অদ্ভুত এক সময় কাটছে তার। টেলরের ভাষায়, হাই স্কুলে পড়ার পর থেকে আমি কখনো এত দীর্ঘ সময় ক্রিকেট থেকে দূরে ছিলাম না। আইসোলেশন এবং করোনা সম্পর্কিত অন্যান্য কার্যক্রম একটু অদ্ভুতই বটে। তবে এসব মেনে চলতেই হবে।”
[৫] জাতীয় দলের হয়ে টেলর ১০১টি টেস্ট খেলে ৪৬ গড়ে রান করেছেন ৭২৩৮। ২৩২ ওয়ানডে খেলে ৪৮ গড়ে ৮৫৭৪ রান করেন তিনি। এছাড়া ১০০ টি-টোয়েন্টি খেলে ২৬ গড়ে ১৯০৯ রান করেন টেলর। -ক্রিক ইনফো