সমীরণ রায়: [২] হিন্দু ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহাধুমধামে ও বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করলেও এ বছর কোভিড-১৯ সংক্রমণের কারণে সবকিছু স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পূজা-আর্চনার মধ্যে দিয়ে পালিত হয়েছে। মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথিতে মন্দিরগুলোতে কোথাও ভক্তদের ভিড় ছিলো না। মন্দির প্রাঙ্গণগুলো ছিল প্রায় ফাঁকা। সামাজিক দূরত্ব বজায় রেখে কোভিড-১৯ সংক্রমণ থেকে বিশ্ববাসীর মুক্তিলাভে ভগবানের কাছে প্রার্থনা করেছেন ভক্তরা।
[৩] মঙ্গলবার রাজধানীর ঢাকেরশ্বরী, রামকৃষ্ণ মঠর ও মিশন এবং আন্তর্জাতিক কৃষ্ণভবনামৃত সংঘ (ইসকন) শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে স্বাস্থ্যবিধি মেনে মন্দির প্রাঙ্গণেই সীমিত পরিসরে পূজা-আর্চনার আয়োজন করে। এসব মন্দিরের প্রবেশপথে বসানো হয়েছিলো টানেল। প্রত্যেক ভক্তকে স্যানিটাইজ করা হয়েছে। মাস্ক ছাড়া ভক্তদের প্রবেশ করতে দেয়া হয়নি। মন্দির থেকে বার বার প্রচার করা হয়েছে মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না। একই সঙ্গে মন্দির প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছিলো। এ বছর কোনো মন্দির থেকে শোভাযাত্রা, মেলার কোনো আয়োজন করা হয়নি। সম্পাদনা: বাশার নূরু