মহসীন কবির : [২] মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
[৩] তিনি জানান, কোভিডে মোট মারা গেছেন ৩৪৭১ জন। মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জন। মৃতদের মধ্যে ২৮ জন পুরুষ ও ৫ জন নারী। হাসপাতালে মারা গেছেন ৩০ জন এবং বাসায় ৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। ঢাকা বিভাগে ১৫ জন চট্টগ্রামের ৫ জন, রাজশাহীর ৫ জন, রংপুরের ৪ জন, খুলনার ৩ জন এবং ময়মনসিংহের ১ জন।
[৪] বয়স বিশ্লেষণ তিনি জানান, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৫ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন।
[৫] তিনি জানান, মোট ৮৬টি ল্যাবে গত ২৪ ঘন্টায় মোট ১৫ হাজার ৩১৭ জনের নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ১৪ হাজার ৮২০ জনের পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ লাখ ২৭ হাজার ৯৮৮ জনের। নমুনা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ২২ শতাংশ।
[৬] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫৩৫ জন, মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৯৭২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬৭ শতাংশ।
[৭] অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৮৬৩ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৫৮ হাজার ৩৪৫ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৮৪ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ৩৯ হাজার ৮৫ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৯ হাজার ২০৭ জন।
[৮] দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।