ফজলুল বারী: হঠাৎ কিছু লোক খুব বেশি অতীত আশ্রয়ী। অতীতে এই ছিলো, সেই ছিল। সোনালী অতীত সংঘ ছিলো। অতীতে এই ষড়যন্ত্র ছিলো, সেই ষড়যন্ত্র ছিলো। ভাইরে এতো বেশি অতীত, অতীত না করে চোখ খুলে একটু বর্তমানের চারপাশ তাকান। ফুলের বাগান অতীতেও ছিলো না, এখনো নেই। অমুক-অমুক খুব বেশি পক্ষে লিখছেন? এমন তখনো ছিলো। তাদের অনেকে পদ-সহ নানাকিছু পেয়েছেও। কিন্তু অতীতে সময় মতো এমন সবও তখন দৌড়ে প্রথম হয়েছে। এখন এদের অনেকের আবার বিদেশি পাসপোর্ট বাড়িঘর, কয়েক পুরুষ বসে খাবার মতো পাচার করা ডলার-পাউণ্ডও আছে। এমন সব চোর-ডাকাতের লোভের বলি হয়ে তখনো বাংলাদেশের একটি পরিবার সব হারিয়েছে।
এখনো বন্দুকের নলের সামনে সেই একই পরিবার। অতএব বাস্তববাদী হোন। করোনা মহামারী এবং বন্যায় দেশের বড় অংশের মানুষ এখন সব হারিয়ে ফুঁসছে। একবার দশ কেজি চাল বাদে তাদের আর কেউ কিছু দেয়নি। সাবেক সেনা কর্মকর্তারা একটি সংবাদ সম্মেলন করেছেন। একজন সরকারি কর্মকর্তা তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানিয়েছেন, সরকার দুর্নীতির পক্ষে। এসব কিন্তু বিন্দু বিন্দু সংগ্রহ। একবার ভাবুনÑ ভোটারসহ নির্বাচন একবার তো করতে হবে। অতপর একদিন মানুষের দলটিকে মানুষেরই মুখোমুখি হতে হবে। এমন নির্বাচনে কিন্তু শেখ মুজিব জাতির পিতা হননি। অতএব সাধু সাবধান। ফেসবুক থেকে