শিরোনাম
◈ এবার ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের ◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা?  ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি একাই ছাড়িয়ে চলেছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মোট রপ্তানি ◈ ইসি’র পরিকল্পনা: বড় জেলায় একাধিক রিটার্নিং কর্মকর্তা, দায়িত্ব জেলা প্রশাসকের হাতে ◈ জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক: খালেদা জিয়া ◈ বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ১১:৩৯ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফজলুল বারী: বন্দুকের নলের সামনে এখনো সেই একই পরিবার

ফজলুল বারী: হঠাৎ কিছু লোক খুব বেশি অতীত আশ্রয়ী। অতীতে এই ছিলো, সেই ছিল। সোনালী অতীত সংঘ ছিলো। অতীতে এই ষড়যন্ত্র ছিলো, সেই ষড়যন্ত্র ছিলো। ভাইরে এতো বেশি অতীত, অতীত না করে চোখ খুলে একটু বর্তমানের চারপাশ তাকান। ফুলের বাগান অতীতেও ছিলো না, এখনো নেই। অমুক-অমুক খুব বেশি পক্ষে লিখছেন? এমন তখনো ছিলো। তাদের অনেকে পদ-সহ নানাকিছু পেয়েছেও। কিন্তু অতীতে সময় মতো এমন সবও তখন দৌড়ে প্রথম হয়েছে। এখন এদের অনেকের আবার বিদেশি পাসপোর্ট বাড়িঘর, কয়েক পুরুষ বসে খাবার মতো পাচার করা ডলার-পাউণ্ডও আছে। এমন সব চোর-ডাকাতের লোভের বলি হয়ে তখনো বাংলাদেশের একটি পরিবার সব হারিয়েছে।

এখনো বন্দুকের নলের সামনে সেই একই পরিবার। অতএব বাস্তববাদী হোন। করোনা মহামারী এবং বন্যায় দেশের বড় অংশের মানুষ এখন সব হারিয়ে ফুঁসছে। একবার দশ কেজি চাল বাদে তাদের আর কেউ কিছু দেয়নি। সাবেক সেনা কর্মকর্তারা একটি সংবাদ সম্মেলন করেছেন। একজন সরকারি কর্মকর্তা তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানিয়েছেন, সরকার দুর্নীতির পক্ষে। এসব কিন্তু বিন্দু বিন্দু সংগ্রহ। একবার ভাবুনÑ ভোটারসহ নির্বাচন একবার তো করতে হবে। অতপর একদিন মানুষের দলটিকে মানুষেরই মুখোমুখি হতে হবে। এমন নির্বাচনে কিন্তু শেখ মুজিব জাতির পিতা হননি। অতএব সাধু সাবধান। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়