শিরোনাম

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০১:২১ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন করে ১১৭ জনসহ রাজবাড়ী জেলায় এ পর্যন্ত ১৫৯০ জনের করোনা শনাক্ত

মোঃ ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি :[২] রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম জানান, গতকাল রোববার (৯ই আগস্ট) জেলার আরও ২৪৩ জনের করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে।

[৩] গত ৫ ও ৬ই আগস্ট নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছিল। তাদের মধ্যে ১১৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন শনাক্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৭৪, পাংশা উপজেলার ২৫, কালুখালী উপজেলার ৩, বালিয়াকান্দি উপজেলার ৮ ও গোয়ালন্দ উপজেলার ৭ জন রয়েছেন।

[৪] সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত রাজবাড়ী জেলা থেকে মোট ৭ হাজার ২৭১ জনের নমুনা পরীক্ষা করার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। তার সবগুলোর রিপোর্টই এসে পৌঁছেছে। কোন রিপোর্ট পেন্ডিং নেই। আক্রান্তদের মধ্যে ৮৮৩ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ১৪ জন মারা গেছেন। এছাড়া ২৯ জন হাসপাতালে ভর্তি এবং ৬৬৩ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়