শিরোনাম
◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা ◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো  ◈ টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা ◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ ◈ তপশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, যাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা ◈ ইটস ভেরি অর্গানাইজড পার্টি, এবার জামায়াতকে নিয়ে যে মন্তব্য করলেন রুমিন ফারহানা!(ভিডিও)

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ১২:০৩ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তপন মাহমুদ লিমন: শিপ্রা রানী দেবনাথ ও সাহেদুল সিফাতদের কী দোষ, কেন তারা গ্রেপ্তার?

তপন মাহমুদ লিমন: শিপ্রা রানী দেবনাথ, সাহেদুল ইসলাম সিফাত ও তাহসিন রিফাত নূরÑ এরাও হত্যার শিকার হতে পারতন। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই তিন শিক্ষার্থীই, যারা নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার সঙ্গে ছিলেন বা যে কেউ। বাড়তি কয়েকটা গুলি খরচ হতো। কাউকে এতো সহজে মেরে ফেলা যায়, তা যে এখনই বুঝতে পেরেছি তা নয়। পৃথিবীর ইতিহাস পাঠের ফলে সে ধারণা অনেক আগেই লাভ করেছি। কিন্তু এই সহজ হত্যাকেও যে দিনের পর দিন বৈধতা দেওয়া যায়, তা চোখের সামনে দেখছি অনেকদিন ধরে। রোজ অবাক হচ্ছি যখন শিক্ষিত বলে দাবি করা মানুষজনকেও বোঝাতে কষ্ট হয়, ক্রসয়ায়ার কোনো বিচার নয়, এটা বিনা বিচারে হত্যা-এটা ভালো নয়।

আফসোস আরো লাগে যখন, সংসদে খোদ আইন প্রণেতারাও ক্রসফায়ার দাবি করেন ঘটনার বিচারে। যাদের কাজ তদন্ত করা তাদের হাতে বিচারের ভার তুলে দিলে, আদালত রেখে লাভ কী? অনেক সাধারণ মানুষকেও বলতে শুনি, বিচারের আশা করে লাভ নেই, তাই ক্রসফায়ারেই খুশি। কিন্তু তাতে যে আইনের শাসনের ‘বারোটা’ বেজে যাচ্ছে তার খেয়াল করার সময় কই? আমরা নিজেরা আক্রান্ত হবার আগে কোনো কিছু বুঝি না। বুঝতে চাইও না।

আইন ও বিচারের মূলনীতি হলো, কোনো নিরপরাধ মানুষ যেন সাজা ভোগ না করেন। আর একটা মানুষ অপরাধী কিনা, তা প্রমাণের দায়িত্ব আদালতের। আর এই ব্যবস্থা কতোটা স্বচ্ছ তার উপর নির্ভর করে সমাজে বা রাষ্ট্রে আইনের শাসন আছে কিনা? সভ্যতারও মাপকাঠি এটা। বিনা বিচারে হত্যা প্রমাণ করে এই সমাজে গণতন্ত্র নেই, বিচার নেই, মনুষ্যত্ব নেই। আর আমার কাছে মনে হয়, বিনা বিচারে হত্যা শুধু অপরাধই নয়, পাপও। এই অপরাধ ও পাপে গোটা জনপদ যখন আক্রান্ত, তখন আমি বা আপনি যারা এর বিনা বিচারে হত্যার বিরুদ্ধে তারা নেহায়েত সংখ্যালঘু। তাদের কথার দাম এ সমাজে নেই। যদিও ইতিহাস বলবে, সবচেয়ে দামী কথাগুলো এরাই বলছে। তাই, বারবার বলে যাই ক্রসফায়ার নামের হত্যাকাণ্ড বন্ধ করুন। ক্রসফায়ারের সঙ্গে অগণতন্ত্র, দুর্বল বিচারিক ব্যবস্থা, পুলিশি রাষ্ট্র, বিরাজনীতিকরণ এইসব রাজনৈতিক প্রত্যয়গুলোর গভীর সম্পর্ক আছে, এটা উপলব্ধি করাও জরুরি।
লেখক : সহকারী অধ্যাপক, সাংবাদিকতা বিভাগ, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়