সুজন কৈরী : [২] রাজধানীর পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের ডিসি, পল্লবী জোনের এডিসি, এসিকে বদলি করা হয়েছে। সেইসঙ্গে বদলি করা হয়েছে পল্লবী থানার ওসি, পরিদর্শক (তদন্ত) ও পরিদর্শক (অপারেশনস)’কে।
[৩] শনিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ বদলি করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও জানানো হয়।
[৪] আদেশে ডিএমপির প্রটেকশন বিভাগের ডিসি আ. স. ম মাহাতাব উদ্দিনকে মিরপুর বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। আর মিরপুরের ডিসি মো. মোস্তাক আহমেদকে বদলি করা হয়েছে প্রটেকশন বিভাগে। ডিএমপির অপারেশনস বিভাগের এডিসি মো. আরিফুল ইসলামকে পল্লবী জোনের এডিসি এবং পল্লবীর এডিসি মো. মিজানুর রহমানকে অপারেশনস বিভাগের এডিসি হিসেবে বদলি করা হয়েছে। পল্লবী জোনের এসি মো. ফিরোজ কাউছারকে ওয়েলফেয়ার এন্ড স্পোর্টস বিভাগের এসি হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় পল্লবী জোনের এসি হিসেবে ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস বিভাগের এসি মো. শাহ কামালকে বদলি করা হয়েছে।
[৫] অপর এক আদেশে পল্লবী থানার ওসি মো. নজরুল ইসলামকে ডিএমপির প্রসিকিউশন বিভাগে এবং সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলীকে পল্লবী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল মাবুদকে গোয়েন্দা লালবাগ বিভাগ এবং পরিদর্শক (অপারেশনস) মোহাম্মদ এমরানুল ইসলামকে গোয়েন্দা ওয়ারি বিভাগে বদলি করা হয়েছে। পরিদর্শক আবু সাঈদ আল মামুনকে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এবং সিটিটিসির পরিদর্শক মো. ইয়ামিন কবিরকে পল্লবী থানার পরিদর্শক (অপারেশনস) হিসেবে বদলি করা হয়েছে।
[৬] রোববারের (৯ আগস্ট) মধ্যে পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাদের বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
[৭] ২৯ জুলাই ভোরে পল্লবী থানায় বোমা বিস্ফোরণে চার পুলিশসহ পাঁচজন আহত হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে আরও দুটি বোমা নিস্ক্রিয় করে।