সমীরণ রায় : [২] কানাডা থেকে প্রায় পঞ্চাশ দিন পর দেশে ফিরলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। একটি ফ্লাইটযোগে গত শুক্রবার ভোর ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তার ব্যক্তিগত সহকারী তারিকুল ইসলাম টুটুল বিষয়টি জানিয়েছেন।
[৩] গত ১৯ জুন বিকেলে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছিলেন আওয়ামী লীগের হানিফ।
[৪] কানাডায় বসবাসরত অসুস্থ বড় ভাইকে দেখতে গিয়েছিলেন মাহবুব-উল আলম হানিফ। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জানিয়ে সেখানে যান তিনি। কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন হানিফের স্ত্রী ও দুই ছেলে। সেখানে তার আরও আত্মীয়-স্বজন রয়েছেন। সম্পাদনা : খালিদ আহমেদ