বেন ইয়ামিন :[২] ড. এ কে আব্দুল মোমেন বলেন, ভারতের সঙ্গে সুমদ্র, সীমান্ত, নিরাপত্তাসহ আমাদের বড় ধরনের সব সমস্যা দূর হয়েছে। ছোট ছোট কিছু সমস্যা ঝুলে আছে, ঠিক হয়ে যাবে। ভারত-চীনের গন্ডগোল নিয়ে আমরা উদ্বিগ্ন নয়। আগামী বছর আমরা ভারতকে নিয়ে ৫০ বছর পূর্তি উৎসব করবো। কেননা আমাদের বিজয় মানে ভারতের বিজয়। আবার ভারতের বিজয় মানে আমাদের বিজয়।
[৩] তিনি উল্লেখ করেন, ভারতের সঙ্গে যেমন আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে তেমনি চীনের সঙ্গেও আছে। ইতোমধ্যে চীন আমাদের দেশে বেশ কয়েকটি প্রকল্প নিয়ে কাজ করছে। এক্ষেত্রে চীন ভারত উত্তেজনায় বাংলাদেশ ভারতের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। আমরা সবাই মিলে যৌথভাবে কাজ করবো।
[৪] মন্ত্রী বলেন, চীন ও ভারতের করোনা ভ্যাকসিন নিয়ে আমাদের দেশের আইসিডিডিআরবি ২৮টি দেশের প্রতিষ্ঠান কাজ করছে। কোন পর্যায়ে কিভাবে ট্রায়াল হবে এটি তাদের ব্যাপরার। কিন্তু কেউ কেউ এটা রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা করছেন।
[৫] শনিবার বেলা ১১ টার দিকে মেহেরপুর মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি একথা বলেন।
[৬] বঙ্গবন্ধুর পলাতক খুনিদের বিষয়ে মন্ত্রী বলেন, পাঁচ খুনি এখনও যারা জীবিত আছে তার মধ্যে দুজনের খবর আমরা জানি। একজন আমেরিকা আরেকজন কানাডা রয়েছে। এদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবই এমন গ্যারান্টি আমি দিতে পারছি না। কারণ তারা যে দেশে আছে তাদের ওপর অনেক কিছু নির্ভর করে। তবে আমাদের সকল মিশনকে সতর্ক করেছি যাতে দ্রæত খুনিদের খুঁজে দেশে আনা যায়। সম্পাদনা : মুরাদ হাসান