শিরোনাম
◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ১১:২০ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবারও শনিবার থেকে মশক নিধনে চিরুনি অভিযানে নামবে ডিএনসিসি

সমীরণ রায় : [২] ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মৌসমে মশক নিধনে চতুর্থবারের মতো অভিযানে নামতে যাচ্ছে সংস্থাটি। ৮-২০ আগস্ট পর্যন্ত ১০ দিনব্যাপী অভিযান চলবে। তবে ১১ আগস্ট জন্মাষ্টমী, ১৪ আগস্ট শুক্রবার ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে চিরুনি অভিযান বন্ধ থাকবে। অভিযানের কার্যক্রম সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলমান থাকবে। তবে অঞ্চল বা ওয়ার্ডভেদে প্রতিদিনের চিরুনি অভিযান শুরু ও শেষ করার সময় পরিবর্তন হতে পারে। ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও চিরুনি অভিযান সম্পর্কে নগরবাসীকে অবহিত করতে ইতোমধ্যে সর্বত্র মাইকিং করেছে সংস্থাটি।

[৩] ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, গণমাধ্যমকর্মী ও ডিএনসিসির সর্বস্তরের জনগণকে চিরুনি অভিযান সর্বাত্মকভাবে সফল করতে আহ্বান জানিয়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, বাড়ি বা স্থাপনার ভেতরে, বাইরে, আশপাশে কোথাও পানি জমে থাকলে এক্ষুনি ফেলে দিন। ডেঙ্গু থেকে আপনি সুরক্ষিত থাকুন, আপনার পরিবার, শহর ও রাষ্ট্রকে সুরক্ষিত রাখুন।

[৪] অভিযান পরিচালনায় প্রতিটি ওয়ার্ডকে ১০টি সেক্টরে ভাগ করা হয়েছে। অভিযান চলাকালে ডিএনসিসির তিনজন কিট তত্ত্ববিদ, স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা দিকনির্দেশনা দেবেন। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর থেকে নয়জন কিট তত্ত্ববিদ ও ছয়জন চিকিৎসক ডিএনসিসির সঙ্গে কাজ করবে।

[৫] শুক্রবার এক সংবাবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়