শিরোনাম
◈ দেশে এমন কোনো পণ্য নেই যা নকল হয় না: ক্যাব সভাপতি ◈ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল চেয়ে শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ ◈ ভারতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে গুগল ◈ ভোটারদের পছন্দে কোন দল এগিয়ে, জরিপে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ প্রবাসীদের জন্য ইতালিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত প্রধান উপদেষ্টার মুখে ◈ ২০ বছর পর জেইসি বৈঠকে বসছে বাংলাদেশ-পাকিস্তান ◈ নি‌জের মাঠে ভারত সিরিজ শুরুর আগে ধাক্কা খেলো অস্ট্রেলিয়া ◈ ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন  বন্ধ না করলে ব্লক হতে পারে : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ◈ নতুন পে কমিশন প্রায় এক দশক পর গঠিত, সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণের ইঙ্গিত ◈ মিরপুরে কেমিক্যাল ‍গোডাউনে অগ্নিকাণ্ডে ৯ জন নিহত

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৮:৩৭ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরো ২৭ জনের মৃত্যু, শনাক্ত ২৮৫১, সুস্থ ১৭৬০ (ভিডিও)

মহসীন কবির : [২] শুক্রবার (৭ আগস্ট) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

[৩] তিনি জানান, কোভিডে মোট মারা গেছেন ৩৩৩৩ জন। মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ৫২ হাজার ৫০২ জন। মৃতদের মধ্যে ২০ জন পুরুষ ও ৭ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ। ঢাকা বিভাগে ১৩ জন চট্টগ্রামের ৩ জন, খুলনার ৫ জন, রংপুরের ২ জন, রাজশাহীর ৩ জন এবং বরিশাল বিভাগের ১ জন। হাসপাতালে মারা গেছেন ২৬ জন, বাড়িতে মারা গেছেন একজন। এখন পর্যন্ত পুরুষ মোট মারা গেছেন দুই হাজার ৬৩০জন; যা ৭৮ দশমিক ৯১ শতাংশ এবং নারী মারা গেছেন ৭০৩ জন; যা ২১ দশমিক শূন্য ৯ শতাংশ।

[৪] বয়স বিশ্লেষণ করে তিনি জানান, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন।

[৫] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১২ হাজার ৬৯৯ জনের। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১২ লাখ ৩৭ হাজার ৮২৩ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২.৪৪ শতাংশ

[৬] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭৬০, মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৫৮৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭.৬৬ শতাংশ।

[৭] অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, বর্তমানে আইসোলেশনের আছেন ৫৫ হাজার ১৭৫ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৮৩৮ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ৩৬ হাজার ৫২৪ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৮ হাজার ৬৫১ জন।

[৮] দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়