শিরোনাম
◈ বয়কট আলোচনার ম‌ধ্যে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের জন্য বিমা‌ন বুক করেছে পাকিস্তান  ◈ এক যুগ পর আজ শুরু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট ◈ ১৮ মিনিট আগেগণভোটে 'হ্যাঁ' অথবা 'না' এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা ◈ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ পেতে বাধা কাটলো   ◈ বাংলা‌দেশ বিশ্বকাপ খেল‌ছে না ব‌লে খা‌লেদ মাহমুদ সুজ‌নের হৃদয়ে রক্তক্ষরণের অনুভূত হ‌চ্ছে ◈ জয় শাহর ৮ বার কল, সাড়া দিলেন না পিসিবি চেয়ারম্যান নাকভি ◈ জামায়াত নেতা হত্যা: ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার ◈ আগামীকালই হবে ৫০তম বিসিএস পরীক্ষা ◈ রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা ◈ ৪০ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০৩:৪০ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোল্লা আমজাদ হোসেন: প্রতিকুল সময়ের প্রতিবাদী মানুষের চির বিদায়

মোল্লা আমজাদ হোসেন:  সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর স্বাধীনতার স্বপক্ষের মানুষের জন্য সময়টা ছিল খুবই প্রতিকূল। বিশেষ করে ৭৫ পরবর্তি সময়কালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগকে পুনর্গঠন করে কাজ শুরু করা ছিল আরো বড় চ্যালেঞ্জের কাজ। সেই সময়কালে প্রয়াত বিচারপতি বজলুর রহমান ছানা ভাই, বাগেরহাট থেকে নিবাচিত সংসদ সদস্য এড আমিরুল আলম মিলনভাই, জাহাঙ্গীর কবির রানা ভাইয়ের নেতৃত্বে যারা এগিয়ে এসেছিলেন তাদের অগ্রভাগে ছিলেন দুই বন্ধু রুমি ভাই (দুদক থেকে অবসরে যাওয়া) ও দুলাল ভাই। আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক দুলাল, ১৯৮০ সালে নির্বাচনে বিজয়ী রাকসু নেতা ও সাবেক আইন সচিব। অতিমারী করোনার সাথে যুদ্ধে পরাজিত হয়ে গতরাতে চির বিদায় নিয়েছেন। একজন সাহসী মানুষ এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক দুলাল ভাইয়ের চলে যাওয়া জাতির জন্য এক বড় ক্ষতি।

ছানা ভাই, মিলন ভাইয়ের মাধ্যমে দুলাল ভাইয়ের সাথে আমার পরিচয় ১৯৮০ সালের রাকসু নির্বাচনের কয়েকদিন আগে। আমি তখনও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নই। তবে সক্রিয় হয়ে কাজ শুরু করেছি রাকসু নির্বাচন নিয়ে। দুলাল ভাইয়ের বন্ধু কাজী রওনকসহ অনেককের সাথে মিছিলে স্লোগানে আমি ছিলিাম সরব। রাবির ছাত্র হয়ে ওঠার আগেই দুলাল ভাই হয়ে ওঠেন আমার, আমাদের নেতা। বিশ্ববিদ্যালয় থেকে বিদায়ের পরও বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে কাজ করেছেন। বিশেষ করে বঙ্গবন্ধুর হত্যাকারীদের এবং যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকরে আইন সচিব হিসাবে তার ভূমিকা ছিল প্রশসংনীয়।

আমাদের ভালোবাসার মানুষ, আশির দশকে আমাদের পথ দেখানো এই মানুষের চলে যাওয়া খুব শূন্যতা বোধ করছি। মহান আল্লাহ তাকে বেহশত নসীব করুন। আমিন।

পরপারে ভালো থাকুন দুলাল ভাই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়