শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০৩:৪০ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোল্লা আমজাদ হোসেন: প্রতিকুল সময়ের প্রতিবাদী মানুষের চির বিদায়

মোল্লা আমজাদ হোসেন:  সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর স্বাধীনতার স্বপক্ষের মানুষের জন্য সময়টা ছিল খুবই প্রতিকূল। বিশেষ করে ৭৫ পরবর্তি সময়কালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগকে পুনর্গঠন করে কাজ শুরু করা ছিল আরো বড় চ্যালেঞ্জের কাজ। সেই সময়কালে প্রয়াত বিচারপতি বজলুর রহমান ছানা ভাই, বাগেরহাট থেকে নিবাচিত সংসদ সদস্য এড আমিরুল আলম মিলনভাই, জাহাঙ্গীর কবির রানা ভাইয়ের নেতৃত্বে যারা এগিয়ে এসেছিলেন তাদের অগ্রভাগে ছিলেন দুই বন্ধু রুমি ভাই (দুদক থেকে অবসরে যাওয়া) ও দুলাল ভাই। আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক দুলাল, ১৯৮০ সালে নির্বাচনে বিজয়ী রাকসু নেতা ও সাবেক আইন সচিব। অতিমারী করোনার সাথে যুদ্ধে পরাজিত হয়ে গতরাতে চির বিদায় নিয়েছেন। একজন সাহসী মানুষ এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক দুলাল ভাইয়ের চলে যাওয়া জাতির জন্য এক বড় ক্ষতি।

ছানা ভাই, মিলন ভাইয়ের মাধ্যমে দুলাল ভাইয়ের সাথে আমার পরিচয় ১৯৮০ সালের রাকসু নির্বাচনের কয়েকদিন আগে। আমি তখনও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নই। তবে সক্রিয় হয়ে কাজ শুরু করেছি রাকসু নির্বাচন নিয়ে। দুলাল ভাইয়ের বন্ধু কাজী রওনকসহ অনেককের সাথে মিছিলে স্লোগানে আমি ছিলিাম সরব। রাবির ছাত্র হয়ে ওঠার আগেই দুলাল ভাই হয়ে ওঠেন আমার, আমাদের নেতা। বিশ্ববিদ্যালয় থেকে বিদায়ের পরও বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে কাজ করেছেন। বিশেষ করে বঙ্গবন্ধুর হত্যাকারীদের এবং যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকরে আইন সচিব হিসাবে তার ভূমিকা ছিল প্রশসংনীয়।

আমাদের ভালোবাসার মানুষ, আশির দশকে আমাদের পথ দেখানো এই মানুষের চলে যাওয়া খুব শূন্যতা বোধ করছি। মহান আল্লাহ তাকে বেহশত নসীব করুন। আমিন।

পরপারে ভালো থাকুন দুলাল ভাই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়