নিজস্ব প্রতিবেদক : [২] চিকিৎসার উদ্দেশ্যে গত (২৫ জুলাই) শনিবার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। লন্ডনে ডাক্তার দেখিয়ে গত ১ আগষ্ট পবিত্র ঈদ-উল-আযহার দিনই দেশে ফিরেছেন তিনি। আর ফিরেই নিজেকে কোয়ারান্টাইনে রেখেছেন তামিম।
[৩] ক’রোনাভাইরাস কারণে এক জায়গা থেকে বা অন্য জায়গায় বা এক দেশ থেকে অন্য দেশে সফরে আসা-যাওয়াতে সেচ্ছায় কোয়ারান্টাইনে থাকতে হয়। যা পরিবার ও দেশের মানুষের জন্যে ভালো। আর এসব কথা মাথায় রেখে ১৪ দিনের হোম কোয়ারান্টাইনে নিজেকে রাখছেন তামিম।
[৪] গত কয়েক মাস ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন তামিম। হুট করে ব্যথা বেড়ে যাওয়ায় দুশ্চিন্তা বাড়ে। ঢাকায় বেশ কিছু পরীক্ষা করিয়েও তামিমের কোনো সমস্যা খুঁজে পাননি চিকিৎসকেরা। এ জন্যই লন্ডনে চিকিৎসক দেখানোর সিদ্ধান্ত নেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
[৫] তবে লন্ডনে তামিমের ঐ চিকিৎসক এখনো তেমন চিকিৎসা দেননি। তবে বেশ কিছু পরীক্ষা করা হয়েছে দেশ সেরা এই ওপেনারের। ৫-৬ দিন পর পরীক্ষার ফল জানা যাবে। এরপর পরিপূর্ণ চিকিৎসা নিবেন তিনি। প্রয়োজনে আবারও লন্ডনে যাবেন।