শিরোনাম
◈ নিরাপত্তা সতর্কতায় পুলিশ, রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ‘বিএনপি ১০০ বছর চেষ্টা করেও গণভোট ঠেকাতে পারবে না’ (ভিডিও) ◈ পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক ◈ প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ২য় ধাপে বড় বিজ্ঞপ্তি ◈ পাটওয়ারীর ও হাসনাতের সাথে ডা. জাহিদ রায়হানের বাকবিতণ্ডা! (ভিডিও) ◈ হাসিনার মামলার রায়: ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি ◈ ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত ◈ রংপুরে ভুয়া নারী সৈনিক সেজে অনলাইনে প্রেমের ফাঁদ, এরপর যা ঘটল! ◈ পুলিশ সুপারের বাসভবনে আগুন ◈ ভারতীয় রাষ্ট্রদূত তলব : হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে গভীর উদ্বেগ 

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ০৬:১৩ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর মুরশেদ আহমেদ : মুসলমানরা একদিনেই ১৩ হাজার কোটি টাকা দান করে

আর মুরশেদ আহমেদ : নবীর (সা) সুন্নাতের অনুসরণে মুসলিমরা কুরবানির মাংসের তিনভাগের অন্তত একভাগ দান করে থাকেন। কেউ কেউ আরো বেশিও করেন।

গড় হিসেবে যদি ধরি একটা গরু থেকে ১৫০ কেজি গোশত পাওয়া যায়, তাহলে গরুপ্রতি ৫০ কেজি দান করা হয়। কেজিপ্রতি ৫০০ টাকায় যার বাজারমূল্য ২৫০০০ টাকা। গত বছর বাংলাদেশে গরু কোরবানি হয় ৪২ লাখ। গরুপ্রতি ২৫ হাজার হিসেবে ১০.৫ হাজার কোটি টাকা। এর বাইরে যে ৬৮ লাখ ছাগল কোরবানি করা হয় সেটা হিসেবে আনলে আরো অন্তত ২.৫ হাজার কোটি টাকা যোগ হবে। মানে ১৩ হাজার কোটি টাকা। চামড়া দান করা হয় সেটা ধরলামই না।

মাত্র একটা দিনে মুসলিমরা ১৩ হাজার কোটি টাকার চ্যারিটি করে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এটার জন্য কোন ফান্ড রেইজ করে না, পুরোটা নিজের পকেট থেকে দেয়। কারো প্রশংসা চায় না, ব্র্যান্ডিং চায় না, কোন এওয়ার্ড চায় না। আর এটা একবার না, প্রতি বছর করে।

অথচ জাজমেন্টের ক্ষেত্রে আমরা দেখি উল্টোটা হয়। সেকুলার কেউ দু-চার লাখ টাকা ফান্ড রেইজ করে চ্যারিটি করলে সেটা নিউজ, সোস্যাল মিডিয়া, মুখে মুখে ভাইরাল হয়ে যায়। আর কুরবানির সময় উলটো জিগির উঠে, পশুপ্রেম উতলে ওঠে। অথচ এই পশুগুলো বন থেকে ধরে আনা হয় নি, এগুলো পোষাই হয়েছে কুরবানির জন্য। এটা একটা ইন্ডাস্ট্রি, এগ্রো-ইন্ডাস্ট্রি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়