শিরোনাম
◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের ◈ সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা ◈ ‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো ◈ পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ? ◈ মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান ◈ চিনি দিয়ে নকল খেজুরের রস বানিয়ে বোকা বানানো হচ্ছে ক্রেতাদের!(ভিডিও) ◈ 'মা আমাকে ছেড়ে যেও না', ডিভোর্সের পর সন্তান নিতে চাইল না কেউ, বুক ফাটা দৃশ্য ভাইরাল! (ভিডিও) ◈ ভারতের অন্য ভেন্যুতে খেলার বিষয়ে যা জানাল বিসিবি সভাপতি (ভিডিও)

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ০৬:১৩ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর মুরশেদ আহমেদ : মুসলমানরা একদিনেই ১৩ হাজার কোটি টাকা দান করে

আর মুরশেদ আহমেদ : নবীর (সা) সুন্নাতের অনুসরণে মুসলিমরা কুরবানির মাংসের তিনভাগের অন্তত একভাগ দান করে থাকেন। কেউ কেউ আরো বেশিও করেন।

গড় হিসেবে যদি ধরি একটা গরু থেকে ১৫০ কেজি গোশত পাওয়া যায়, তাহলে গরুপ্রতি ৫০ কেজি দান করা হয়। কেজিপ্রতি ৫০০ টাকায় যার বাজারমূল্য ২৫০০০ টাকা। গত বছর বাংলাদেশে গরু কোরবানি হয় ৪২ লাখ। গরুপ্রতি ২৫ হাজার হিসেবে ১০.৫ হাজার কোটি টাকা। এর বাইরে যে ৬৮ লাখ ছাগল কোরবানি করা হয় সেটা হিসেবে আনলে আরো অন্তত ২.৫ হাজার কোটি টাকা যোগ হবে। মানে ১৩ হাজার কোটি টাকা। চামড়া দান করা হয় সেটা ধরলামই না।

মাত্র একটা দিনে মুসলিমরা ১৩ হাজার কোটি টাকার চ্যারিটি করে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এটার জন্য কোন ফান্ড রেইজ করে না, পুরোটা নিজের পকেট থেকে দেয়। কারো প্রশংসা চায় না, ব্র্যান্ডিং চায় না, কোন এওয়ার্ড চায় না। আর এটা একবার না, প্রতি বছর করে।

অথচ জাজমেন্টের ক্ষেত্রে আমরা দেখি উল্টোটা হয়। সেকুলার কেউ দু-চার লাখ টাকা ফান্ড রেইজ করে চ্যারিটি করলে সেটা নিউজ, সোস্যাল মিডিয়া, মুখে মুখে ভাইরাল হয়ে যায়। আর কুরবানির সময় উলটো জিগির উঠে, পশুপ্রেম উতলে ওঠে। অথচ এই পশুগুলো বন থেকে ধরে আনা হয় নি, এগুলো পোষাই হয়েছে কুরবানির জন্য। এটা একটা ইন্ডাস্ট্রি, এগ্রো-ইন্ডাস্ট্রি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়